HMD Pulse, Pulse+, Plus Pro এবং HMD Vibe ফোনগুলি লঞ্চ করে এইচএমডি গ্লোবাল বাজারে তাদের অস্তিত্ব আরও মজবুত করার চেষ্টা করছে। Nokia ব্র্যান্ডের থেকে আলাদা হয়েছে এই টেক কোম্পানি এবার ভারতে তাদের নতুন HMD Phone পেশ করতে চলেছে। এই কোম্পানি Nokia Lumia phone-এর নতুন ভার্সন নিয়ে আসার খবর প্রকাশ্যে এসেছে। শীঘ্রই লঞ্চ করা হবে পারে এই ফোনটি।
টিপস্টার মুকুল শর্মা মাধ্যমে এই এচএমডি গ্লোবাল স্মার্টফোনের খবর প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি ‘নোকিয়া লুমিয়া’ এই স্মার্টফোনটি কি নামে বাজারে পেশ করা হবে, কিন্তু লিকের মাধ্যমে এই ফোনের স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। তবে এই ফোনটি এখন Nokia নয় HMD টাইটল সহ লঞ্চ করা হবে বলে কনফর্ম জানা গেছে।
HMD Lumia Phone (লিক) : ডিজাইন: লিক অনুযায়ী এই ফোনটি পুরনো মডেলের মতোই ‘Fabula’ ডিজাইনে পেশ করা হবে। অর্থাৎ এই আপকামিং স্মার্টফোনের লুক Nokia Lumia মতোই হবে। লিক অনুযায়ী এই ফোনে ডুয়াল স্পিকার দেওয়া হবে বলে জানা গেছে।
ডিসপ্লে: আপকামিং HMD Lumia ফোনে ফুলএচডি + রেজোলিউশন এবং পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে AMOLED প্যানেল ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেটে কাজ করবে।
প্রসেসর: নতুন HMD Lumia ফোনে অ্যান্ড্রয়েড 14 ওএস সহ বাজারে লঞ্চ করা হবে। লিক অনুযায়ী এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s জেন 2 অক্টাকোর প্রসেসর সহ 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে এই প্রসেসর কাজ করে।
ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনের ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর যোগ করা হতে পারে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা, ভিডিও কল এবং রিলস বানানোর জন্যও এই আপকামিং HMD Lumia ফোনে 32MP Selfie Camera সেন্সর দেওয়া হতে পারে।
ব্যাটারি: লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,900এমএএচ ব্যাটারি এবং 33ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সহ পেশ করা হতে পারে।
অন্যান্য: HMD Lumia স্মার্টফোনে NFC এবং Bluetooth 5.2 এর মতো ফিচার দেওয়া হয়েছে। লিক অনুযায়ী এই ফোনে PureView এবং OZO audio সাপোর্ট দেওয়া হবে।