অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নিজেদের অপারেটিং সিস্টেম তৈরি চিন্তা হুয়াওয়ের আগেই ছিল । হুয়াওয়ের নতুন অপারেটিং সিস্টেমের নাম হতে পারে ‘হংমেং’।
জার্মান সংবাদপত্র ডাই ভেল্টের একটি সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, হুয়াওয়ে নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করেছে যা গুগল এর অ্যান্ড্রয়েড এবং মাইক্রোসফটের উইন্ডোজের মত কাজ করে ।
হুয়াওয়ে নির্বাহী রিচার্ড ইউ বলেন, “আমরা আমাদের নিজস্ব অপারেটিং সিস্টেম প্রস্তুত করেছি। তবে আমরা এইটা ব্যবহার করতে চাইনা। তবে প্রয়োজন হলে এএই সিস্টেমগুলো ব্যবহার করতে অসুবিধা হবে না।
তিনি আরও বলেন আমরা গুগল এবং মাইক্রোসফটের বাস্তববিকতার সাথে কাজ করতে পছন্দ করি। তবে আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা রয়েছে ।
হুয়াওয়ে বর্তমানে তার স্মার্টফোনের ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম এবং তার ল্যাপটপ এবং ট্যাবলেটগুলির জন্য উইন্ডোজ ব্যবহার করে।
গত বুধবার মার্কিন বাণিজ্য বিভাগের ঘোষণার ভিত্তিতে এ ব্যবস্থা নেয় গুগল। বাণিজ্য বিভাগ ওই ঘোষণায় হুয়াওয়েসহ ৭০টি প্রতিষ্ঠানকে বাণিজ্যের জন্য কালো তালিকাভুক্ত করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্বাহী আদেশের ভিত্তিতে ওই ব্ল্যাকলিস্ট বা কালো তালিকা ঘোষণা করা হয়।
এর ফলে হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে হার্ডওয়্যার-সফটওয়্যার কেনা থেকে কার্যত নিষিদ্ধ করা হয়েছে। এ কারণেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার আগ পর্যন্ত, অর্থাৎ মার্কিন সরকার অনুমোদন না দিলে অ্যান্ড্রয়েড বিষয়েও গুগলের সঙ্গে ব্যবসা চালিয়ে যেতে পারবে না চীনা এই কোম্পানিটি।