এলজির ভি৫০ থিনকিউ ফাইভজি স্মার্টফোন ও এইচটিসির ফাইভজি হাব বেচবে মোবাইল অপারেটর স্প্রিন্ট। ১৭ মে থেকে সেলফোনটির প্রাক-ক্রয়াদেশ নেয়া শুরু হয়েছে। চলতি মাসেই বিক্রি শুরু হবে বলে জানিয়েছে স্প্রিন্ট।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এলজির প্রথম ফাইভজি ফোন ভি৫০ থিনকিউ প্রদর্শন করা হয়।
৬ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপ, ৬ গিগা র্যাম, ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং ৮ ও ৫ মেগাপিক্সেলের দুটি সেলফি ক্যামেরার পাশাপাশি ১২, ১২ ও ১৬ মেগাপিক্সেলের তিনটি রিয়ার ক্যামেরা।
প্রতি মাসে ২৪ ডলার হিসাবে ১৮ মাসের কিস্তিতে এলজির সেলফোনটি বিক্রি করবে স্প্রিন্ট।
আর এইচটিসির ফাইভজি হাবের বিষয়ে স্প্রিন্ট জানিয়েছে, এ ডিভাইস ফাইভজি নেটওয়ার্কে যুক্ত করে ওয়াই-ফাই হাব হিসেবে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ফোরকে মানের ভিডিও বাফার ছাড়াই স্ট্রিম করা যাবে।
প্রতি মাসে সাড়ে ১২ ডলার হিসাবে ২৪ মাসের কিস্তিতে এ হাব কেনা যাবে।
দুটি ডিভাইসই স্প্রিন্ট স্টোরে পাওয়া যাবে ৩১ মে থেকে। আটলান্টা, ডালাস, হিউস্টন ও কানসাস সিটিতে আপাতত বিক্রি হবে। কারণ এ চারটি শহরে স্প্রিন্ট প্রথম ফাইভজি নেটওয়ার্ক চালু করার ঘোষণা দিয়েছে। তবে কয়েক সপ্তাহ পরেই শিকাগো, লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক সিটি, ফনিক্স এবং ওয়াশিংটন ডিসিতেও এটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।