চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস নতুন ট্যাব নিয়ে বাজারে হাজির হয়েছে। যার মডেল ওয়ানপ্লাস প্যাড টু। এই ট্যাবে রয়েছে ১২.১ ইঞ্চির বড় ডিসপ্লে। এছাড়াও এটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আগের মডেলের থেকে অনেক বেশি অ্যাডভান্স হতে চলেছে এই ট্যাব।
ওয়ানপ্লাসের নতুন এই ট্যাবের দাম ৫০ হাজার টাকার মধ্যে। যা আগের মডেলের থেকে কিছুটা বেশি। এই ট্যাবের পাশাপাশি স্মার্ট কি বোর্ড এবং স্টাইলো ২ ডিভাইসও এনেছে ওয়ানপ্লাস।
এই ট্যাবের ডিসপ্লে ১২.১ ইঞ্চি। এতে আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল ব্যবহৃত হয়েছে। দ্রুত মাল্টি-টাস্কিং এবং স্ট্রিমিংয়ের জন্য মিলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ প্রসেসর দেওয়া হয়েছে।
ট্যাবটিতে ফটোগ্রাফির ক্ষেত্রে পাবেন ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ট্যাবে অপারেটিং সিস্টেম পাওয়া যাবে অ্যানড্রয়েড ১৪। ওয়ানপ্লাস প্যাড টুতে দেওয়া হয়েয়েছে ৯৫১০ এমএমএইচের ব্যাটারি ক্যাপাসিটি এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং।