গত রবিবার তাদের লেটেস্ট বাজেট স্মার্টফোন রেডমি নোট৭ এস উন্মোচন করেছে শাওমি । এই ফোনের মূল ইউএসপি হল তার ৪৮ এমপি ক্যামেরা। এদিকে, নতুন এই ফোন বাজারে নিয়ে আসার সঙ্গে সঙ্গে বাজার থেকে মাত্র ৩ মাস পুরনো একটি স্মার্টফোন তুলে নেওয়ার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে এই সংস্থাটি।
এ বছরের ফেব্রুয়ারিতে রেডমি নোট৭ প্রো-এর সঙ্গেই রেডমি নোট৭ লঞ্চ করে শাওমি । খুব শীঘ্রই তারা বাজার থেকে রেডমি নোট৭ তুলে নিতে চলেছে বলে জানিয়েছে সংস্থাটি। এই প্রথম শাওমি কোনও স্মার্টফোন বাজার থেকে তুলে নিতে চলেছে।
ট্য়ুইটারে এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন শাওমির প্রোডাক্ট পিআর। এখনই না হলেও খুব শীঘ্রই বাজার থেকে রেডমি নোট৭ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি যাঁরা রেডমি নোট৭ কিনেছেন, তাঁদের কাছে এই এটা বড় ধাক্কা।
এই বিষয়ে শাওমি’র পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে রেডমি নোট ৭ এবং ভারতে রেডমি নোট ৭এস একই হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করে। শাওমি ইন্ডিয়া একই ডিভাইসের জন্য ভিন্ন একটি নাম ব্যবহার করেছে এবং তাদের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যতীত একটি রেডমি নোট ৭ও আছে। বাংলাদেশের মি ভক্তদের জন্য রেডমি নোট ৭ আবারও বাজারে আসবে এবং আশা করছি সত্যিকারের সহনীয় মূল্যে সেরা মান ও প্রযুক্তির সাথে আমাদের উদ্ভাবন উপভোগ করবেন।
তবে বাংলাদেশর বাজার থেকে রেডমি নোট৭ তুলে নেওয়া হবে কি না সেই বিষয় তেমন কোন তথ্য পাওয়া যায়নি । তবে ভারতের বাজার থেকে তুলে নেওয়ার বিষয়টি জানা গেছে ।