বিশ্বব্যাপী বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা বেড়েই চলেছে। আর এসব ক্রিপ্টোকারেন্সির মূল্যের ঊর্ধ্বগতি ক্রিপ্টো ধনীর সংখ্যা বাড়াচ্ছে। বর্তমানে বিশ্বে এক লাখ ৭২ হাজার ৩০০ জনে পৌছেছে ক্রিপ্টো মিলিয়নিয়ারের সংখ্যা। খবর সিএনবিসি।
খবরে বলা হয়, গত বছরের তুলনায় ক্রিপ্টো মিলিয়নিয়ার সংখ্যা ৯৫ শতাংশ বেড়েছে। মূলত বিটকয়েন এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) এবং অন্যান্য ক্রিপ্টো পরিসম্পদের মূল্য বাড়ায় ব্লকচেইনভিত্তিক ডিজিটাল মুদ্রার মালিকদের সংখ্যা বাড়ছে।
গত বছর ৮৮ হাজার ২০০ জন ব্যক্তি ১০ লাখ ডলারের বেশি ক্রিপ্টো পরিসম্পদের মালিক ছিলেন। চলতি বছর তা বেড়ে ১ লাখ ৭২ হাজার ৩০০ জনে পৌঁছেছে। এর মধ্যে শুধু বিটকয়েন মিলিয়নেয়ারের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৮৫ হাজার ৪০০ জনে পৌঁছেছে।
এছাড়া বর্তমানে ১০ কোটি ডলারের বেশি ক্রিপ্টো সম্পদধারী ৩২৫ জন এবং ক্রিপ্টো বিলিয়নিয়ার আছেন ২৮ জন।