নতুন হালনাগাদে মাইক্রোসফট ৩৬৫–এর বিভিন্ন প্রোগ্রামে কাজ করা আরও সহজ করতে বিভিন্ন টুল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা যোগ করেছে প্রতিষ্ঠানটি। যার ফলে এখন প্রাতিষ্ঠানিক কাজ আরও সহজ হবে। কোপাইলটের মাধ্যমে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক, টিমস ও ওয়ান ড্রাইভে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সুবিধা যুক্ত করেছে মাইক্রোসফট।
গত বছর মাইক্রোসফট এক্সেলে পাইথন যোগ করার পর এবার এক্সেল ব্যবহারকারীদের পাইথন ব্যবহারের সহায়তায় কোপাইলট আনা হয়েছে। মাইক্রোসফট এক্সেলে কোপাইলট দিয়ে পাইথন ব্যবহার করে বিভিন্ন তথ্যের ভিজ্যুয়ালাইজেশন, রিস্ক অ্যানালাইসিস ও মেশিন লার্নিং ব্যবহার করা যাবে। ফলে এক্সেলে কোপাইলটের সাহায্যে পাইথন দিয়ে ব্যবহারকারীরা ডেটার আরও উন্নত বিশ্লেষণ করার সুযোগ পাবেন। এক্সেলে কোপাইলট ও পাইথনের পাবলিক প্রিভিউও শুরু হয়েছে। এক্সলুকআপ ও সামিফে কোপাইলট যোগ করেছে মাইক্রোসফট। ফলে ফরম্যাটিং, চার্ট ও পিভট টেবিল তৈরির জন্য এই এআই টুল ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
মাইক্রোসফট পাওয়ারপয়েন্টেও কোপাইলট যোগ করা হয়েছে। ন্যারেটিভ বিল্ডার নামের কোপাইলট টুলের সাহায্যে পাওয়ারপয়েন্টের ডেক আরও উন্নত করা যাবে। শুধু তা–ই নয়, পাওয়ারপয়েন্টে কোপাইলটের ব্র্যান্ড ম্যানেজার টুল ব্যবহার করে ব্র্যান্ডের গাইডলাইন অনুযায়ী ডেক তৈরি করে নেওয়া যাবে। মাইক্রোসফট টিমসে এখন মিটিংয়ের আলোচনা ও টেক্সট মেসেজের সমন্বিত সারাংশ লিখে নেওয়া যাবে কোপাইলট ব্যবহার করে। টিমসের জন্য কোপাইলটের এই সুবিধা আগামী মাস থেকে ব্যবহার করা যাবে। মাইক্রোসফট আউটলুকে কোপাইলট দিয়ে ই–মেইল লিখে নেওয়ার বাইরে এবার নতুন সুবিধা যোগ হয়েছে। প্রায়োরিটিজ মাই ইনবক্স নামের নতুন সুবিধার ফলে আউটলুক মেইলবক্স সাজিয়ে উপস্থাপন করবে কোপাইলট। মাইক্রোসফট ওয়ার্ডে কোপাইলটের নতুন সুবিধা যোগ করা হয়েছে। নতুন এসব সুবিধার ফলে ওয়ার্ডে এখন কোপাইলেটর সাহায্যে ই–মেইল, মিটিংস ও ওয়েব ডকুমেন্টস বা ডেটা থেকে তথ্য আনা যাবে। যার ফলে আরও সহজে লেখার কাজ করতে পারবেন ব্যবহারকারীরা। আগামী মাস থেকে এসব সুবিধা ব্যবহার করা যাবে। এ ছাড়া ওয়ান ড্রাইভে কোপাইলটের সাহায্যে বিভিন্ন নথি থেকে তথ্য সংগ্রহ করা যাবে। সুবিধাটি এ বছরের শেষ নাগাদ ব্যবহার করা যাবে।
গত বছর চালু করা মাইক্রোসফটের সেবা বিজচ্যাট অ্যাপে কোপাইলট যোগ করা হয়েছে। বিজচ্যাটে সাধারণত গ্রাহকদের তথ্য থাকে। কোপাইলট পেজেস নামের টুলের সাহায্যে বিজচ্যাট অ্যাপে একসঙ্গে টিমের সদস্যরা কাজ করতে পারবেন।