কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে জিমেইল ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিচ্ছে একদল প্রতারক। জিমেইল ব্যবহারকারীদের বোকা বানাতে গুগলের নাম ব্যবহার করে এআইয়ের মাধ্যমে ভুয়া ফোনকল করার পাশাপাশি ই–মেইল পাঠাচ্ছে তারা।
এ বিষয়ে ক্লাউড জয়ের প্রতিষ্ঠাতা ও সাইবার নিরাপত্তা গবেষক স্যাম মিট্রোভিক জানিয়েছেন, সম্প্রতি তাঁর গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডসহ বিভিন্ন তথ্য চুরি করতে এআই প্রযুক্তির মাধ্যমে গুগলের কর্মীর পরিচয়ে ভুয়া কল করে এক প্রতারক।
এআইয়ের মাধ্যমে করা ফোনকলটির কলার আইডি ‘গুগল সিডনি’ নামে দেখা যায়। শুধু তা–ই নয়, ভুয়া রিকভারি ই–মেইলও পাঠিয়েছে তারা। এ ধরনের ফোনকল ও ই–মেইলের মাধ্যমে সহজেই অন্যদের সঙ্গে প্রতারণা করা সম্ভব।
এআইয়ের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখতে বেশ কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। জিমেইল অ্যাকাউন্টের নিরাপত্তায় করণীয় বিষয়গুলো দেখে নেওয়া যাক।
ই–মেইল ঠিকানা যাচাই
গুগল অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে সাধারণত বিজনেস প্রোফাইল ছাড়া সাধারণ অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ফোন করে না গুগল। শুধু তা–ই নয়, গুগল সব সময় নিজেদের অর্থাৎ গুগল ডোমেইনযুক্ত অফিশিয়াল ই–মেইল ঠিকানা থেকে ব্যবহারকারীদের ই–মেইল পাঠিয়ে থাকে। আর তাই গুগলের নামে পাঠানো যেকোনো ই–মেইল পড়ার আগে ডোমেইন ঠিকানা যাচাই করতে হবে। এ ছাড়া সাধারণ অ্যাকাউন্টের ক্ষেত্রে গুগলের নামে কেউ ফোনকল করলে সতর্ক থাকতে হবে।
জিমেইল অ্যাকাউন্টের কার্যক্রম খতিয়ে দেখা
জিমেইল অ্যাকাউন্টে কোনো সন্দেহজনক কার্যক্রম লক্ষ করলে তা ভালোভাবে খতিয়ে দেখতে হবে। জিমেইল অ্যাকাউন্টের বিভিন্ন কার্যক্রম রিভিউ করার সুযোগও রয়েছে। অ্যাকাউন্ট অ্যাকটিভিটি রিভিউ করতে প্রথমে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট অপশনে যেতে হবে। এরপর ডেটা অ্যান্ড প্রাইভেসি নির্বাচন করতে হবে। তারপর মাই অ্যাকটিভিটি টু রিভিউ অ্যাকাউন্ট অ্যাকটিভিটি নির্বাচন করলেই জিমেইল অ্যাকাউন্টের বিস্তারিত কার্যক্রম দেখা যাবে।
দুই স্তরের নিরাপত্তাসুবিধা ব্যবহার
সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে দুই স্তরের নিরাপত্তাসুবিধা রয়েছে জিমেইলে। এ সুবিধা চালু থাকলে পাসওয়ার্ড লেখার পর ব্যবহারকারীর ফোনে বার্তা বা কোড পাঠানো হয়। কোডটি ব্যবহার করেই শুধু অ্যাকাউন্টে প্রবেশ করা যায়। এর ফলে হ্যাকাররা পাসওয়ার্ড হ্যাক করলেও জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ থাকে।