ই-ক্যাবের সাবেক সভাপতি, অভিনেত্রী শমী কায়সারকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানাননি তিনি।
গ্রেপ্তারের পর রাতে শমী কায়সারকে উত্তরা পূর্ব থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই থানার ওসি মহিবুল্লাহ।
শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার ও লেখক, গবেষক, শিশু সংগঠক, সাবেক সংসদ সদস্য পান্না কায়সার দম্পতির সন্তান শমী কায়সার নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। পরে তিনি প্রযোজনায়ও নাম লেখান।
শমী অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়ার পর আওয়ামী লীগের রাজনীতি করার পাশাপাশি দীর্ঘদিন তিনি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি ছিলেন। হয়েছিলেন এফবিসিসিআই পরিচালকও।
গত ৫ অগাস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলে ১৪ অগাস্ট ই-ক্যাব সভাপতির পদ ছাড়েন শমী কায়সার। তিনি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। চলতি বছর দ্বাদশ জাতীয় নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি।
গত ১৪ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে শমীর বিরুদ্ধে মাগুরার আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলার আবেদন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী রেজওয়ান কবির।
মামলার আবেদনে বলা হয়, “বিভিন্ন সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জাতীয় বেঈমান বলা ছাড়াও নানা কটূক্তি করেছেন শমী কায়সার। সামাজিক যোগাযোগসহ বিভিন্ন গণমাধ্যমে যার প্রমাণও আছে।”
পরে আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ঝিনাইদহ শাখাকে তদন্তের নির্দেশ দেন। ২০২২ সালের জুনে সৈয়দ হাসান মাহমুদ নামে এক বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে গত ৯ অক্টোবর ঢাকার আদালকে একটি মামলার আবেদন করেন ভুক্তভোগী নিজেই।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেত্রী শমী কায়সার, কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ, সাবেক মন্ত্রী তারানা হালিমসহ আরও ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
সরকারের বদলের প্রেক্ষাপটে মন্ত্রী-এমপিদের পাশাপাশি বিগত আওয়ামী লীগ ‘সরকার ঘনিষ্ঠ’ তকমা দিয়ে অনেক সাংস্কৃতিক ব্যক্তিদের নামেও মামলা করা হয়। এরই প্রেক্ষিতে গত রোববার রাতে ঢাকার উত্তরা থেকেই গ্রেপ্তার করা হয় গানভিত্তিক দেশের একমাত্র বেসরকারি টেলিভিশন স্টেশন ‘গান বাংলার’ ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসকে। তার এক দিন বাদে অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করল পুলিশ।