আসন্ন হট সিরিজের স্মার্টফোনে টাইটানউইং আর্কিটেকচার ডিজাইন যুক্ত করছে ইনফিনিক্স। স্লিমএজ ফ্রেম, মাধ্যমে পাওয়া যাবে ৬.৮ মিলিমিটার পুরুত্বের কার্ভড স্ক্রিনে এখন পর্যন্ত সবচেয়ে স্লিম ফোনটি। থ্রিডি কার্ভড টাইটানউইং আর্কিটেকচারের ফোনটিতে ফেদারলাইট উইং ডিজাইন এবং টাইটান আর্মার প্রোটেকশন রয়েছে। ফলে ফোনটি স্লিম হওয়ার পাশাপাশি অত্যন্ত শক্তিশালী এবং টেকসই।
ইনফিনিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ফোনের বিভিন্ন পার্টসের পুনর্বিন্যাস করে, ব্যাটারির ঘনত্ব বাড়িয়ে এবং উন্নত ফিচারের জন্য স্থান ব্যবহার করে এই উদ্ভাবনী ডিজাইন সম্ভব হয়েছে। এই ডিজাইন ল্যাঙ্গুয়েজের ফলে হট ৫০ সিরিজের আসন্ন স্মার্টফোনটিকে শক্তিশালী পারফরম্যান্স বজায় রেখেই স্লিম বানানো সম্ভব হয়েছে। স্মার্টফোনটি দেখতে ও ব্যবহারের আনন্দময়য় অভিজ্ঞতার সমন্বয়ে ব্যবহারকারীদের জন্য একটি দারুণ অনুভূতি দেবে।
অন্যদিকে, টাইটান আর্মার প্রোটেকশন এই স্লিম ডিজাইনের স্থায়িত্বের ক্ষেত্রে কোনো ছাড় দেয় না। এর অন্যতম বৈশিষ্ট্য হলো TÜV ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, যা নিশ্চিত করে যে ডিভাইসটি ৬০ মাস (৫ বছর) পর্যন্ত সেরা পারফরম্যান্স এবং ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য অভিজ্ঞতা বজায় রাখবে।