প্রথমবারের মতো নিজস্ব ডিজাইন করা মডেম চিপ উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এটি কোম্পানিটিকে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর নির্মাতা কোয়ালকমের ওপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে। বুধবার প্রকাশিত আইফোন ১৬ই মডেলে নতুন এ চিপ প্রথম ব্যবহার করা হবে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন চিপটি অ্যাপলের সি১ সাবসিস্টেম নামে পরিচিত প্রযুক্তির অংশ, যেখানে উন্নত প্রসেসর ও মেমোরি প্রযুক্তি সংযুক্ত রয়েছে। অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট কাইয়ান ড্রান্স জানিয়েছেন, নতুন প্রযুক্তির কারণে আইফোন ১৬ই মডেলটি ৬ দশমিক ১ ইঞ্চি স্ক্রিনের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারির সুবিধা দেবে। এতে অ্যাপলের সর্বশেষ এআই ফিচারও অন্তর্ভুক্ত থাকবে।
অ্যাপলের নতুন সি১ সাবসিস্টেম উন্নত ৪-ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত বেজব্যান্ড মডেম ও ৭-ন্যানোমিটার প্রযুক্তির ট্রান্সসিভার ব্যবহার করেছে।
এটি ৫৫টি দেশের ১৮০টি মোবাইল ক্যারিয়ারের সঙ্গে পরীক্ষা করা হয়েছে। ফলে আইফোন ব্যবহারকারীরা বিশ্বের যেকোনো জায়গায় নির্বিঘ্নে নেটওয়ার্ক সংযোগ পেতে সক্ষম হবে।
প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, মডেম চিপ তৈরির প্রক্রিয়া বেশ জটিল। কারণ এটি শতাধিক মোবাইল ক্যারিয়ারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। এখন পর্যন্ত স্যামসাং, মিডিয়াটেক, হুয়াওয়েসহ কয়েকটি প্রতিষ্ঠান সফলভাবে মডেম চিপ তৈরি করতে পেরেছে। এতদিন অ্যাপল কোয়ালকমের চিপ ব্যবহার করত, যা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও উইন্ডোজ ল্যাপটপেও ব্যবহার হয়। তবে এবারই প্রথম অ্যাপল নিজস্ব উন্নত প্রযুক্তি তৈরি করেছে।
নতুন চিপের আরেকটি সুবিধা হলো এটি প্রসেসরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারে। উদাহরণস্বরূপ—ইন্টারনেট সংযোগ ধীর হয়ে গেলে ফোনের প্রসেসর সিদ্ধান্ত নিতে পারবে, কোন ডাটা বেশি গুরুত্বপূর্ণ এবং সেটিকে অগ্রাধিকার দেবে। ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতাও উন্নত হবে বলে প্রত্যাশা কোম্পানির। এছাড়া সি১ চিপের মধ্যে নিজস্ব জিপিএস ও স্যাটেলাইট কানেক্টিভিটি রয়েছে। এটি ইন্টারনেট সংযোগ না থাকলেও কার্যকর থাকবে।
এদিকে নতুন চিপে কোয়ালকমের অত্যাধুনিক মিলিমিটার-ওয়েভ ফাইভজি সমর্থন করবে না। কোয়ালকমের ধারণা, আগামী বছর অ্যাপল তাদের ৮০ শতাংশ মডেম চিপ নিজেই তৈরি করবে। ২০২৭ সাল পর্যন্ত অ্যাপল ও কোয়ালকমের মধ্যে প্রযুক্তিগত চুক্তি বহাল থাকবে। যদিও অ্যাপল এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো তথ্যই জানায়নি। তবে কোম্পানিটি বলছে, তারা সরাসরি কোয়ালকম বা মিডিয়াটেকের সঙ্গে প্রতিযোগিতা করতে চায় না। নিজেদের পণ্যের জন্য বিশেষভাবে ডিজাইন করা প্রযুক্তি তৈরি করতে চায়, যা ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে।
এদিকে গত বছর স্মার্টফোনের জন্য নিজস্ব চিপসেট তৈরির কথা জানায় চীনের প্রযুক্তি কোম্পানি শাওমিও। একইভাবে এ পদক্ষেপ কোম্পানিকে কোয়ালকম ও মিডিয়াটেকের ওপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে। কোম্পানিটি চলতি বছর এ চিপ দ্বারা চালিত প্রথম স্মার্টফোন উন্মোচন করারও পরিকল্পনা করছে।