মঙ্গলবার মেঘের লুকোচুরির মধ্যদুপুরে দেশের অটোমোবাইল শিল্পে একটি নতুন যুগের সূচনা করল র্যানকন অটো। রাজধানীর তেজগাঁওয়ের নিজেদের শোরুমে উন্মোচন করলো বাংলাদেশে সংযোজিত প্রথম এসিইউভি গাড়ি। উদ্বোধনী অনুষ্ঠানে অটোমোবাইল সাংবাদিক, সম্ভাব্য ক্রেতা, ব্যবসায় অংশীদার এবং ইনফ্লয়েন্সার ও রাইডাররা উপস্থিত ছিলেন। অটোগ্লামার্স প্রেজেন্টেশনের মাধ্যমে নতুন গাড়িটি উন্মোচন করেন র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. বদিউজ্জামান ও পরিচালক মো. মোস্তাফিজুর রশিদ ভূঁইয়া।
গাজীপুরের কাশিমপুর, ভবানীপুরে র্যানকন ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় সংযোজিত গাড়িটির মডেল নাম প্রোটন এক্স৭০। গাড়িটি উদ্বোধনের পর থেকেই ঢাকার পাশাপাশি চট্টগ্রামের ষোলশহরে অবস্থিত শোরুমেও পাওয়া যাওয়ার কথা জানিয়েছে পরিবশক প্রতিষ্ঠান। নতুন এই গাড়িটিতে ৫ বছর বা ১ লাখ ৫০ হাজার কিলোমিটার পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি ঘোষণা করেছে র্যানকন ব্রিটিশ কারস লিমিটেড।
উন্মোচনের পর প্রদর্শনী থেকে জানা গোলো, নতুন এই স্পোর্টস ইউটিলিটি ক্যারিয়ার ভিহ্যাকেলটি যেমটা চালকের ভয়েস কমান্ড শোনে তেমনি ৩৬০ ডিগ্রি থ্রিডি ক্যামেরায় চলতি পথে গাড়ির চারপাশকে জীবন্ত ফুটিয়ে তোলে চোখের সামনে। এর টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম মৌখিক আদেশেই গাড়ির ফিচারগুলো নিয়ন্ত্রণ করার সুযোগ দেয়। এতে আছে প্রকৃতির রূপ-রসে আস্বদনের জন্য ছাদ খোলা’র ব্যবস্থা। এর প্যানারোমা সানরুফ দিয়ে আরোহী মাত্র উপভোগ করতে পারবেন যাবে নীল আকাশ কিংবা নিশুতি রাতের তারাদের মেলা। ক্যাবিনে এনে দিয়েছে খোলামেলা ও আরামদায়ক অনুভূতির পরিবেশ। আছে অনলাইন ন্যাভিগেশন ও আবহাওয়ার আগাম বার্তা পাওয়া সুব্যবস্থা।
এছাড়াও গাড়িটিতে রয়েছে ইন্টেলিজেন্ট হাই বিম কন্ট্রোল (আইএইচবিসি) হেডল্যাম্প, ডেলাইট রানিং ল্যাম্প (ডিআরএল), অটো রেইন-সেন্সিং ওয়াইপার। সাবলীলভাবে গিয়ার পর্বির্তনর জন্য ৭ স্পিড ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন (ডিসিটি) এর সাথে রয়েছে ম্যানুয়াল মোডও। এই গাড়ির ১.৫ লিটার টার্বোচার্জড টিজিডিআই ইঞ্জিন কম জ্বালানি খরচে বেশি মাইলেজ দেয় এবং পরিবেশে কম কার্বন নিঃসরণ করে।
গাড়ির উপস্থাপনায় জানানো হলো, বাংলাদেশের অনিশ্চিত ও জটিল ট্রাফিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিস্টেম নিয়ে এসেছে প্রোটন। গাড়িটিতে রয়েছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল (এসিসি) এবং অটোনোমাস ইমার্জেন্সি ব্রেকিং (এইবি), যা যানজটে চলার সময় নিজে থেকে গতি নিয়ন্ত্রণ করে ও প্রয়োজনে গাড়ি থামিয়ে দেয়। অতিরিক্ত নিরাপত্তার জন্য আছে ব্লাইন্ড স্পট ইনফরমেশন সিস্টেম (বিএলআইএস) এবং লেন ডিপারচার ওয়ার্নিং (এলডিডব্লিউ), যা ব্যস্ত বা সংকীর্ণ রাস্তায় বা হাইওয়েতে হঠাৎ লেন পরিবর্তন বা ওভারটেকিংয়ের সময় দুর্ঘটনার ঝুঁকি কমাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এই সি-সেগমেন্ট এসইউভিটি ১৮তম ঢাকা মোটর শো ২০২৫-এ প্রদর্শিত হবে বলে জানান অটো ড্রাইভ বিড ‘র নির্বাহী সম্পাদক রাহবার আল হক। দেশের মাটিতে সংযোজিত প্রথম এই এসইউভি Proton X70 এর দাম ৩৮ লাখ ৫০ হাজার টাকা।