ভারতে মোহনা টিভি সহ আরও তিনটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের ইউটিউব সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে গেছে। শুক্রবার তথ্য যাচাইকারী সংস্থা ডিসমিসল্যাব এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিবেচনায় চ্যানেলগুলোকে ভারতে ব্লক করা হয়েছে। চ্যানেলের সম্প্রচার জিও-ব্লক করায়, ভারতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে এক প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, “ব্রডকাস্ট মিডিয়ামের ভৌগোলিক অবস্থান হিসেবে বাংলাদেশকে পুরোপুরি ব্লক করে দেওয়া, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোক্তা অধিকার লঙ্ঘন করে। এটি আন্তর্জাতিক কনজিউমার রাইটস নীতিমালার সম্পূর্ণ বিরোধী।”
তিনি আরও বলেন, “আমরা ইউটিউবের কাছে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চাইবো। যদি তারা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা না দেয়, তবে আমরা পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হব। এটা শুধু কনটেন্ট ইস্যু নয়, এটি জাতীয় মর্যাদা ও কনজিউমার রাইটসের প্রশ্ন।”
জাতীয় নিরাপত্তা না অন্য কিছু?
ডিসমিসল্যাবের তথ্য অনুযায়ী, ইউটিউব চ্যানেল ব্লক করার কারণ হিসেবে “জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা” উল্লেখ করা হয়েছে। তবে কনটেন্টে কী এমন ছিল যা নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচিত হলো, সে প্রশ্নের জবাব মেলেনি।