গ্যালারিতে থাকা ছবি থেকেই অল্প সময়ের ভিডিও বানিয়ে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)—এমন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার সংস্করণ ওয়ান ইউআই ৮.০–এর সঙ্গে এই ফিচারটি চালু হতে পারে।
বিশ্লেষকরা বলছেন, ফিচারটি স্যামসাংয়ের ‘গ্যালাক্সি এআই’-এর অংশ হতে পারে। ব্যবহারকারীরা গ্যালারিতে থাকা যেকোনো ছবি নির্বাচন করলেই স্বয়ংক্রিয়ভাবে কয়েক সেকেন্ডের একটি ভিডিও তৈরি হবে। এতে ছবি একটু নড়াচড়া করবে, চোখের পাতা কাঁপবে, মুখে সামান্য হাসি কিংবা পটভূমিতে হালকা গতি—এমন সব এফেক্ট যুক্ত হয়ে ছবিকে জীবন্ত করে তুলবে।
কোন এআই মডেল ব্যবহার হবে?
‘পান্ডাফ্ল্যাশ’ নামে এক টিপস্টার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) জানান, স্যামসাং ভবিষ্যতের ফোনের জন্য এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাচ্ছে। যদিও প্রতিষ্ঠানটি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে ধারণা করা হচ্ছে গুগলের ভিডিও জেনারেশন মডেল ‘ভিইও টু (Veo 2)’ এতে যুক্ত হতে পারে।
শুধু স্যামসাং নয়, অনর ও টিকটকও শিগগিরই আসছে একই ফিচার নিয়ে
-
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অনর (Honor) তাদের নতুন অনর ৪০০ সিরিজ–এ একই ধরনের ফিচার যুক্ত করছে, যেখানে ভিইও টু ব্যবহার করে ছবিকে ভিডিওর মতো প্রাণবন্ত করে তোলা যাবে।
-
টিকটক ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, তারা ‘এআই অ্যালাইভ’ নামে একটি ফিচার আনছে, যা ছবি থেকে ইনস্ট্যান্ট ভিডিও তৈরি করতে পারবে।
এই ফিচার কি সত্যিই ভিডিও বানায়?
বিশ্লেষকদের মতে, এই ধরনের এআই ফিচার আদতে পুরোপুরি নতুন ভিডিও তৈরি করে না। এটি একটি নির্দিষ্ট ফ্রেমে হালকা অ্যানিমেশন যোগ করে একটি ভিডিওর মতো অনুভূতি তৈরি করে—যেমন চোখের পাতা নড়া, হালকা হাসি বা পটভূমিতে মুভমেন্ট।