স্যামসাং বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে তাদের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ৫৬ ফাইভজি। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-ভিত্তিক নানা স্মার্ট ফিচার এবং শক্তিশালী হার্ডওয়্যার নিয়ে এসেছে এই ফোনটি। দাম শুরু হয়েছে ৪৯,৯৯৯ টাকা থেকে।
সবার জন্য এআই অভিজ্ঞতা সহজ করতে গ্যালাক্সি এ৫৬ ফাইভজি-তে যুক্ত হয়েছে ‘সার্কেল টু সার্চ’ ফিচার। স্ক্রিনে কোনো কিছু ঘিরে সার্কেল করলেই গুগলে তাৎক্ষণিক ফলাফল পাওয়া যাবে। আরও আছে গুগল জেমিনাই, যেটি ব্যবহারকারীদের বিভিন্ন সাজেশন ও টুলস ব্যবহারে সহায়তা করবে।
ছবি ও ভিডিও সম্পাদনায় রয়েছে ক্রিয়েট ফিল্টার, অবজেক্ট ইরেজার, এই-ভিত্তিক ভিডিও এডিটিং এবং পোর্ট্রেট ফিচার। ফলে কনটেন্ট নির্মাতাদের জন্যও এটি হতে পারে আকর্ষণীয় একটি ডিভাইস।
ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড এফএইচডি+ ডিসপ্লে (১২০ হার্টজ রিফ্রেশ রেট), এক্সিনোজ ১৫৮০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
গ্যালাক্সি এ৫৬ ফাইভজি পাওয়া যাচ্ছে অসাম লাইট গ্রে ও গ্রাফাইট—এই দুটি রঙে।
দুইটি ভ্যারিয়েন্টের দাম:
-
৮/২৫৬ জিবি – ৪৯,৯৯৯ টাকা
-
১২/২৫৬ জিবি – ৫৪,৯৯৯ টাকা
স্যামসাং জানায়, এই ফোনটি কেবল হার্ডওয়্যার নয়, সফটওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে।