শিগগিরই চীনে উন্মুক্ত করা হবে মি ব্যান্ড ৪। এর আগেই এ ফিটনেস ব্যান্ডের টিজার প্রকাশ করেছে শাওমি। সেখানে দেখা গেছে একাধিক রঙে বাজারে আসবে এ ডিভাইস। এছাড়া মি ব্যান্ড ৪-এ মিলবে রঙিন ডিসপ্লে। এই প্রথম মি ব্যান্ড সিরিজের ফিটনেস ব্যান্ডে রঙিন ডিসপ্লে ব্যবহারের স্বাদ পাবেন গ্রাহকরা। ডিভাইসটির দাম পড়বে ২৯ ডলার। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।
গত বছর বাজারে আসা শাওমির মি ব্যান্ড ৩ ফিটনেস ব্যান্ডে ছিল মোনোক্রোম ওএলইডি ডিসপ্লে। এবার ডিভাইসটির হালনাগাদ সংস্করণে বেশকিছু নতুন ও উন্নত ফিচার মিলবে।
শাওমির প্রধান লেই জুন সোস্যাল মিডিয়ায় মি ব্যান্ড ৪-এর টিজার প্রকাশ করেছেন। যেখানে প্রথমবার ডিভাইসটির ডিজাইন দেখানো হয়েছে। মি ব্যান্ড ৩ ফিটনেস ব্যান্ডের সঙ্গে ডিজাইনে খুব বেশি পার্থক্য না থাকলেও মি ব্যান্ড ৪-এর মূল আকর্ষণ হলো রঙিন ডিসপ্লে।
টিজার ভিডিওতে মি ব্যান্ড ৪-এর বিভিন্ন কালার স্ট্র্যাপ দেখা গেছে। যদিও ফিটনেস ব্যান্ডটির পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন জানা যায়নি। বলা হচ্ছে, নতুন ডিভাইসটিতে আগের সংস্করণের চেয়ে আরো শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির একটি নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তিসংবলিত সংস্করণও উন্মোচনের পরিকল্পনা রয়েছে।
আগামী ১১ জুন চীনের বাজারে ছাড়া হবে মি ব্যান্ড ৪। শাওমি তাদের নতুন ফিটনেস ব্যান্ড উন্মোচন মঞ্চে একগুচ্ছ স্মার্ট হোম ডিভাইসের ঘোষণা দেবে বলে মনে করা হচ্ছে। এসব ডিভাইসের মধ্যে থাকতে পারে স্মার্ট ডোর লক ও স্মার্ট ওয়াশিং মেশিনসহ আরো কিছু পণ্য।