শের বিকাশমান তথ্যপ্রযুক্তিখাতের বরাদ্দ বেড়েছে। ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে এই খাতে এক হাজার ৯৩০ কোটি টাকা বরাদ্দ দেয়ার প্রস্তাব করা হয়েছে। যা ২০১৮-১৯ অর্থ বছরের তুলনায় ১৯৩ কোটি টাকা বেশি। গেল অর্থ বছরের তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দের পরিমান ছিল এক হাজার ৭৩৭ কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আগামী অর্থবছরে এই বাজেট বরাদ্দ ঘোষণা করছেন। অর্থমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রথম বাজেট পেশ করছেন আ হ ম মুস্তফা কামাল। এটি স্বাধীনতার পর থেকে ৪৮তম বাজেট। আর আওয়ামী লীগ নেতৃত্বে সরকারের টানা একাদশ বাজেট এটি। এবারের বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার কোটি টাকার।