ব্যবহারকারীদের বোকা বানাতে টুইটারে ছড়িয়ে পড়ছে নতুন স্ক্যাম। এ জন্য কৌশলও বদলে ফেলেছে সাইবার অপরাধীরা। প্রথমে টুইটারে নতুন ফিচার চালুর কথা জানিয়ে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে বার্তা পাঠায় তারা। এতে বলা হয়, কোনো ব্যক্তি গোপনে অন্য কারো ‘ডিরেক্ট মেসেজ’ বার্তাগুলো শেয়ার করলেই ব্যবহারকারীদের সতর্ক করবে টুইটার।
বিষয়টি অস্বীকার করে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, বার্তাটি ভুয়া। অ্যাকাউন্টে নতুন কোনো ফলোয়ার যুক্ত হলে বা কেউ ডিরেক্ট মেসেজ পাঠালেই শুধু ব্যবহারকারীদের নোটিফিকেশন দিয়ে জানানো হয়। আর তাই নতুন ফিচার চালুর বিষয়ে ভুয়া তথ্য বিশ্বাস না করার অনুরোধ করেছে মাইক্রোব্লগিং সাইটটি।