বাজারে চলে এল লি-আয়ন ইলেক্ট্রিক সলিউশনস ইলেকট্রিক স্কুটার ৷ আকর্ষণীয় এই ইলেকট্রিক স্কুটারের মূল্য ৬৫,০০০ টাকা থেকে ৯৯,৯৯৯ টাকা পর্যন্ত৷
জুলাই থেকেই ভারতের বাজারে শুরু হবে এই স্কুটারের ডেলিভারি ৷ কোম্পানি এতে টিউবলেস টায়ার এবং জিপিএস প্রযুক্তির সঙ্গে সঙ্গে ইউএসবি মোবাইল চার্জিং পয়েন্টও দিয়েছে৷ এতে ২.৯ kWh-এর ক্ষমতাসম্পন্ন lithium-ion ব্যাটারি এবং বিএলডিসি হাব মোটরও রয়েছে৷
কোম্পানির মতে, সিঙ্গল চার্জেই এই স্কুটার ১৩০ কিলোমিটার পর্যন্ত চলবে৷ এছাড়া প্রতি ঘন্টায় ৪৫ কিলোমিটারের বেশি স্পীড নিতে পারে৷ এতে ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে৷ স্কুটার ফুল চার্জ হতে ৩ ঘন্টার মতো সময় লাগবে৷
প্রসঙ্গত, এই স্কুটার সম্পূর্ণরূপে ভারতে তৈরি৷ এতে কোম্পানি ফ্যাক্টরি ফিটেড কার্গো বক্স দিয়েছে৷ এতে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন৷ এছাড়া এতে রয়েছে হাইড্রোলিক সাসপেনশন, হ্যান্ডেলবার, ইন্ডিগ্রেটেড টার্ন ইন্ডিকেটার্স এবং টেল ল্যাম্প দিয়েছে৷ এতে ডিট্যাচেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে৷