জিএসটি কাউন্সিল বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে জিএসটির পরিমাণ আগের ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করায় সংস্থাগুলি তাদের গাড়ির দাম কমাতে শুরু করেছে। টাটা মোটরসের পর এবার তাদের বিদ্যুৎ চালিত গাড়ির দাম কমাল হুন্দাই মোটর ইন্ডিয়া। কোনা-র দাম প্রায় ১.৫৮ লাখ টাকা কমিয়ে ২৩.৭১ লাখ টাকা করেছে সংস্থাটি।
পহেলা আগস্ট থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে হুন্দাই-এর তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই কোনা-র ১৫২টি বুকিং পেয়েছে সংস্থাটি।
দেশের ১১টি শহরের ১৫টি ডিলার সংস্থার মাধ্যমে এই গাড়ি বিক্রি করা হবে। বৃহস্পতিবার তাদের বিদ্যুৎ চালিত টিগর মডেলের গাড়ির দাম ৮০ হাজার টাকা পর্যন্ত কমিয়েছে টাটা মোটরস। বিদ্যুৎ চালিত গাড়ির উপর জিএসটি কমানো ছাড়াও চার্জারের ক্ষেত্রে জিএসটির পরিমাণ আগের ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া