জাপানিজ ইলেক্ট্রনিকস পণ্য উৎপাদনকারী এনএফসি করপোরেশন এবার ডামি ফ্লাইং কার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।
ফ্লাইং এই গাড়িটির নাম দেওয়া হয়েছে ‘কার অফ ফিউচার’। গাড়ি হলেও এটি দেখতে বিশাল আকারের ড্রোনের মতো। পরীক্ষা চালানোর সময় এটি এক মিনিট ধরে শূন্যে ভেসে ছিল এবং তা ৩ মিটার উঁচুতে পৌঁছেছিল। তবে ব্যাটারিচালিত ফ্লাইং কারটির ভেতরে কোনো যাত্রী বা চালক ছিলেন না।
প্রাথমিকভাবে এই কার কারিগরি সমস্যা ছাড়া উড়তে পারলেও ব্যাটারি লাইফ, নিরাপত্তা ও নীতিমালা তৈরির কাজ এখনো বাকি আছে।
২০২৩ সালে ফ্লাইং কারটি বাণিজ্যিকভাবে সেবা দেবে বলে জানা গেছে। প্রথমে শুধু পণ্য আনা নেওয়ায় উড়োযানটি ব্যবহার করা হবে। সেখানে সফল হলে ফ্লাইং কারটি ২০৩০ সাল থেকে যাত্রী বহন করবে। টোকিওর চীবা নামের এক এলাকায় এ পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। ফ্লাইং কারটি দেখাতে সাধারণ মানুষকে আমন্ত্রণ জানায় এনএফসি।
কার্টইনভেন্টর নামের এক প্রতিষ্ঠান এটি উৎপাদন করার দায়িত্ব পেয়েছে। ২০২৬ সাল থেকে ফ্লাইং কারটির বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে।