বিজ্ঞানীরা এবার আবিষ্কার করেছেন উড়ন্ত সাইকেল বা ফ্লাইং বাইসাইকেল। চেক রিপাবলিকের রাজধানী প্রাগে এই উড়ন্ত সাইকেলের সফল পরীক্ষা চালানো হয়। জানা যায়, সাইকেলটি চূড়ান্তভাবে পরীক্ষাতে সফল হয়েছে। তবে এখনই এটি বাজারে আসবে না। খবর কলকাতা 24×7 এর।
আরও কিছু ছোট খাটো পরীক্ষা শেষে কিছুদিনের মধ্যেই এই সাইকেল বাজারে ছাড়া হবে। চেক রিপাবলিকের তিনটি সংস্থা মিলে বিশ্বের এই প্রথম উড়ন্ত বাইসাইকেল বাজারে নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। যদিও তা আসতে এখনও বছরখানেক সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে।