ইতিহাসের সবচেয়ে কালো রঙ তৈরি করেছে গাড়ি নির্মান জায়ান্ট বিএমডাব্লিউ। এই রঙের নাম দিয়েছে তারা ভ্যান্টাব্ল্যাক। এই রঙ ব্যবহার করা হয়েছে তাদের তৃতীয় প্রজন্মের গাড়ি এক্স-৬ এর একটি বিশেষ ভার্সনে। সিএনএন
ভ্যান্টাব্ল্যাক এর বিশেষত্ব হলো এটি ৯৯ শতাংশ আলো শোষণ করে নেয়। এক বিবৃতিতে বিএমডাব্লিউ জানিয়েছে, ২০১৬ সালে এই রঙের পেটেন্ট করা হয়। কিন্তু এর আগে কোনো গাড়িতে তারা এই কালো রঙ ব্যবহার করেনি। সামান্য কিছু ভাগ্যবান ব্যক্তি এই আকর্ষণীয় রঙ এর গাড়ি ব্যবহার করার সুযোগ পাবেন। কোম্পানিটি জানায়, এই সুপার ব্ল্যাক রঙের কারণে যে কোনো অ্যাঙ্গেলেই গাড়িটিতে ব্যক্তির প্রতিবিম্ব দেখা যাবে। নতুন এক্স-৬ এর নকশাকার হুসেইন আল-আত্তার বলেছেন এই রঙটি চোখকে অত্যন্ত আরাম দেবে।
এইড রঙটির আসল আবিস্কারক ব্রিটিশ কোম্পানি সারে ন্যানোসিস্টেমস। তারা জানিয়েছেন, আগে প্রস্তাব পেলেও কোনো গাড়ি নির্মাতার প্রস্তাব তারা গ্রহণ করেননি। কোম্পানিটির প্রতিষ্ঠাতা বেন জেনসেন জানান, এক্স-৬কে তার কাছে এই রঙের জন্য আদর্শ মনে হয়েছে। গাড়ির আকারের কারণে এই রঙ ভালো ফুটবে বলে মত দেন তিনি।