বিএস-সিক্স ইঞ্জিনে বাজারে এলো ইয়ামাহার স্ট্রিট ফাইটার বাইক এমটি-১৫। বাইকটিতে থাকছে সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সুইচ। থাকছে রেডিয়াল টায়ার আর রিভার্স এলইডি লাইট। আর থাকছে সিঙ্গেল চ্যানেল এবিএস। এই মোটরসাইকেলে ১৫৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন।
সম্প্রতি ভারতের চেন্নাইতে বাইকটি অবমুক্ত করা হয়। ফেব্রুয়ারি মাস থেকে দেশটির বাজারে এটি বিক্রি শুরু হবে।
ইয়ামাহার নতুন এমটি-১৫ মডেলের বাইকের ইঞ্জিনে ১৯ বিএইচপি শক্তি এবং ১৪.৭ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। এতে সিক্স স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। মোটরসাইকেলের সামনে থাকছে টেলিস্কোপিক ফর্ক। আর পিছনে থাকছে মনো শক। মোটরসাইকেলের দুই চাকাতেই থাকবে ডিস্ক ব্রেক।