১৪ বছর পর ফের বাজারে আসছে সবার প্রিয় স্কুটার বাজাজ চেতক। কিন্তু এবার নতুন রূপে ই-স্কুটি হিসেবে। চেতক স্কুটির হাত ধরেই বৈদ্যুতিক স্কুটার বাজারে নিয়ে আসছে বাজাজ।
নতুন চেতকে থাকছে আইপি৬৭ লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারিতে থাকছে এনসিএ সেল। ৫ ও ১৫ অ্যাম্পিয়ার আউটলেট থেকে এই ব্যাটারি চার্জ করা যাবে। একবার চার্জে করলে ইকো মোডে চলবে ৯৫ কিলোমিটার এবং স্পোর্ট মোডে ৮৫ কিমি পর্যন্ত চলতে পারবে।
নতুন এই মডেলে থাকছে সুইচগিয়ার, এলইডি লাইট, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর-সহ ডিস্ক ব্রেকও থাকছে। এছাড়াও থাকছে নিও রেট্রো স্টাইলিং, ইন্স্ট্রুমেন্ট প্যানেল পুরো মাত্রায় ডিজিটাল,রিভার্স অ্যাসিস্ট মোড, ফ্রন্ট এবং রেয়ার অ্যালয় হুইলস।
স্মার্টফোনের সঙ্গে খুব সহজেই কানেক্ট করা যাবে এই স্কুটার। ছয়টি রঙে পাওয়া যাবে নতুন বাজাজ চেতক। ১৪ জানুয়ারি লঞ্চ হবে এই হবে এই ই-স্কুটি। এই স্কুটি পাওয়া যাবে দেশের সব কেটিএম শো-রুমে। আশা করা হচ্ছে স্কুটির দাম পড়বে প্রায় ১.২ লক্ষ রুপি।