চালকদের ইন্ডিভিজ্যুয়াল কনট্র্যাক্টর হিসেবে নয়, বরং কর্মী হিসেবে বিবেচনা করতে উবার তাদের প্লাটফর্মে নতুন ফিচারের পরীক্ষা চালাচ্ছে। নতুন এই ফিচারের মাধ্যমে চালকরা তাদের ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করতে পারবেন। প্রাথমিকভাবে ক্যালিফোর্নিয়ার কিছু চালক এই ফিচারটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। খবর এনগ্যাজেট।
নিয়ম অনুযায়ী, উবারের নির্ধারিত ভাড়ার সর্বোচ্চ ৫ গুন ভাড়া নির্ধারণ করতে পারবেন চালকরা। যখন কোনো রাইড অনুরোধ আসবে তখন উবার কম ভাড়ার চালকদের সাথে সংযুক্ত করে দেবে।
নতুন এই ফিচারের ফলে বেশি ভাড়া নির্ধারণ করা চালকরা কম রাইড পাবেন। আর রাইড অনুরোধ বাড়লে ক্রমান্বয়ে বেশি ভাড়ার চালকরা ট্রিপ পাবেন।
পরীক্ষামূলকভাবে চলা ফিচার থেকে পাওয়া ফিডব্যাক অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে উবার।