ইলেকট্রনিক্স ডিভাইসের বাজারে সবচেয়ে জনপ্রিয় ফিচার ফাস্ট চার্জিং। বেশিরভাগ ক্ষেত্রেই বাজারে আসা নতুন ডিভাইসে ফাস্ট চার্জিং থাকলে সে ডিভাইস ক্রেতাদের প্রাধান্য পায় বেশি। এরই মধ্যে বিজ্ঞানীরা ব্যবহার বান্ধব এই ফিচারটির ক্ষতিকর দিক খুঁজে পেয়েছেন।
বিজ্ঞানীরা ইলেকট্রনিক্স ভেহিকল (ইভি) নিয়ে গবেষণা করে জানান, যে সকল বিদ্যুৎচালিত গাড়িতে ফাস্ট বা দ্রুত চার্জিং সুবিধা আছে, সেগুলোর ব্যাটারি দ্রুত ক্ষয় হয়ে যায়। এর জন্য ব্যাটারি বেশি দিন টিকে না।
অনেক দেশেই বিদ্যুৎচালিত গাড়ির জন্য বাণিজ্যিকভাবে ব্যাটারি চার্জ করার স্টেশনও আছে। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রকৌশলীরা জানায়, স্টেশন থেকে গাড়ির ব্যাটারি চার্জ করার সময় ফাস্ট চার্জিং পয়েন্টের জন্য উচ্চ তাপমাত্রার সৃষ্টি হয় ব্যাটারিতে। এর ফলে ব্যাটারির সেলগুলো ক্ষয় হয়ে যায় এবং ধারণ ক্ষমতা কমে যায়।