বিএস৬ ভেরিয়েন্টে লঞ্চ হল সুজুকি জিক্সার ২৫০ ও জিক্সার এসএফ২৫০। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন মোটরসাইকেল ডেলিভারি শুরু হবে। ইতিমধ্যেই গোটা দেশে ৫০ শতাংশ ডিলারশিপে কাজ শুরু হয়েছে।
বিএস৬ সুজুকি জিক্সার ২৫০ ও জিক্সার এসএফ২৫০ তে রয়েছে ২৪৯ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ২৬ bhp শক্তি ও ২২.২ Nm টর্ক পাওয়া যাবে। সঙ্গে রয়েছে সিক্স স্পিড ট্রান্সমিশন।
নতুন মোটরসাইকেলের লুকস ও ফিচারে কোন পরিবর্তন হচ্ছে না। এই দুই মোটরসাইকেলের সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে মনোশক সাসপেনশন থাকছে। দুটি মোটরসাইকেলেই ১৭ ইঞ্চি চাকা ব্যবহার করেছে জাপানের কোম্পানিটি। দুই চাকার সঙ্গেই ডিস্ক ভ্রেক থাকছে।