করোনাভাইরাসের জেরে গাড়ি ব্যবসায় ধস নেমেছে। নতুন গাড়ি বিক্রি নেই বললেই চলে। তাই ক্রেতাদের কাছ থেকে পুরনো গাড়ি কিনে তা বিক্রি শুরু করেছে মারুতি সুজুকি।
ভারতের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, মারুতি সুজুকির জনপ্রিয় মডেল ওয়াগনআর, ডেজায়ার, মারুতি ইকো ক্রেতাদের কাছ থেকে কিনে তা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি শুরু করেছে।
পুরনো এই গাড়ি কেনার জন্য প্রিবুক নিচ্ছে। ভারত ৩ লাখ রুপিতেই প্রিবুক করা যাচ্ছে।
করোনভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমাল লকডাউনের জেরে গাড়ি ব্যবসায় ধাক্কা খেয়েছে মারুতিসহ গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলো। বিপুল পরিমান ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানগুলো। গত কয়েক মাসে একটি গাড়িও বিক্রি হয়নি তাদের। তাই ক্রেতা টানতে কম দামে পুরনো গাড়ি বিক্রি শুরু করেছে মারুতি।