সুজুকি তার সর্বশেষ বাইকটির লঞ্চ করতে যাচ্ছে ২০২১ সালের মে মাসে। বাইকটি হবে সুপার ডিজাইনের এবং অত্যাধুনিক প্রযুক্তি। চলুন কথা না বাড়িয়ে আলোচনা করা যাক আলোচ্য বাইকটির।
সুজুকি হায়াবুসা এস টি ডি বি এস ৬ এর বডি টাইপ হবে সুপার বাইক। সেল্ফ এর মাধ্যমে চালু করতে হবে এই বাইকটি। এই বাইকটির স্পিডোমিটার, টেকোমিটার অ্যানালগ হবে এবং ওডোমিটার, ট্রিপ মিটার, ক্লক হবে ডিজিটাল। সিংগেল সিট টাইপ হবে বাইকটির। এই বাইকটির ইঞ্জিন হবে ১৩৪০ সি সি এর। ইঞ্জিন টাইপ: ৪ স্ট্রোক, ৪ সিলিন্ডার। সিলিন্ডার নম্বর ৪, বোর হবে ৮১ মিলিমিটার। এমিসন টাইপ: বি এস ৬, স্ট্রোক: ৬৫ মিলিমিটার। পেট্রোলের মাধ্যমে চলবে উক্ত বাইকটি এবং গিয়ার হবে এই বাইকটির ৬ টি। সামনে এবং পেছনে থাকবে ডিস্ক ব্রেক। এই বাইকটিতে থাকবে টিউবলেস টায়ার যার সাইজ হবে ফ্রন্ট : ১২০/৭০-জেড আর ১৭, রিয়ার: ১৯০/৫৫-জেড আর ১৭। হুইল সাইজ ফ্রন্ট : ৪৩১.৮ মিলিমিটার, রিয়ার: ৪৩১.৮ মিলিমিটার। এছাড়া আলোচ্য বাইকটির লেংথ হবে: ২১৯০ মিলিমিটার, হুইলবেজ : ১৪৮০ মিলিমিটার, হাইট: ১১৬৫ মিলিমিটার, উইডথ : ৭৩৫ মিলিমিটার, সিট হাইট: ৮০৫ মিলিমিটার। এবং ওজন হবে ২৬৮ কেজি এই বাইকটির। এই বাইকটির পেছনের এবং সিগন্যাল লাইট হবে এল ই ডি। এই বাইকটির ডিজাইন বেশ ব্যতিক্রম।
সুজুকি হায়াবুসা এস টি ডি বি এস ৬ এর মূল্য ধরা হয়েছে ভারতীয় রুপি অনুযায়ী ১৩.৭৪ লক্ষ রুপি। মূল্য একটু বেশি দেওয়া হলেও ফিচারটা দারুন দেওয়া হয়েছে এখানে।