কেটিএম তার এই বাইকটির লঞ্চ করতে যাচ্ছে ২০২০ সালের ডিসেম্বর মাসের ৩০ তারিখে । বাইকটি হবে সুপার ডিজাইনের এবং অত্যাধুনিক প্রযুক্তি। চলুন কথা না বাড়িয়ে আলোচনা করা যাক আলোচ্য বাইকটির।
কেটিএম ৮৯০ ডিউক আর এস টি ডি এর বডি টাইপ হবে সুপার বাইক, স্পোর্টস বাইক। সেল্ফ এর মাধ্যমে চালু করতে হবে এই বাইকটি। এই বাইকটির স্পিডোমিটার, টেকোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ক্লক হবে ডিজিটাল। স্প্লিট সিট টাইপ হবে বাইকটির। এই বাইকটির ইঞ্জিন হবে ৮৯০ সি সি এর। ইঞ্জিন টাইপ: ২ সিলিন্ডার , ৪ স্ট্রোক, প্যারালেল টুইন। সিলিন্ডার নম্বর ২, বোর হবে ৯০.৭ মিলিমিটার। এমিসন টাইপ: বি এস ৬, স্ট্রোক: ৬৮.৮ মিলিমিটার। পেট্রোলের মাধ্যমে চলবে উক্ত বাইকটি এবং গিয়ার হবে এই বাইকটির ৬ টি। সামনে এবং পেছনে থাকবে ডিস্ক ব্রেক। এই বাইকটিতে থাকবে টিউবলেস টায়ার। এই বাইকটির ওজন হবে ১৬৬ কেজি।
এই বাইকটির পেছনের এবং সিগন্যাল লাইট হবে এল ই ডি। বাইকটির সিট হাইট হবে ৮৩৪ মিলিমিটার, সামনের ব্রেক ডায়ামিটার ২৪০ মিলিমিটার এবং পিছনের ব্রেক ডায়ামিটার হবে ৩২০ মিলিমিটার। ১৪ লিটার পর্যন্ত পেট্রোল রাখা যাবে টাংকটিতে।
এছাড়া উক্ত বাইকটির সর্বোচ্চ টর্ক হবে ৯৯ এন এম এবং সর্বোচ্চ পাওয়ার হবে ১২১ পি এস। এই বাইকটির ডিজাইন বেশ ব্যতিক্রম। কে টি এম ৮৯০ ডিউক আর এস টি ডি এর মূল্য ধরা হয়েছে ভারতীয় রুপি অনুযায়ী ১০.০০ লক্ষ রুপি। মিড ভেরিয়েন্টের মূল্য অনুযায়ী ফিচারটা দারুন দেওয়া হয়েছে এখানে।