ইন্ডিয়ান স্কাউট এবিএস বিএস ৬ একটি এই বাইক কোম্পানীর মিড ভেরিয়েন্টের বাইক। ৫ টি রং এ পাওয়া যাবে এই বাইকটি। এই বাইকটির লঞ্চ হতে চলেছে চলতি মাসের ২৪ তারিখে।
চলুন এই বাইকটিতে কি দেওয়া আছে তা নিয়ে আলোচনা করা যাক:
ইন্ডিয়ান স্কাউট এবিএস বিএস ৬ একটি মিড ভেরিয়েন্টের বাইক । বাইকটির বডি টাইপ হবে ক্রুইজার বাইক। স্পিডোমিটার, ওডোমিটার, কনসোল, ট্রিপ মিটার হবে ডিজিটাল এবং স্প্লিট টাইপের সিট হবে বাইকটির। সেল্ফ এর মাধ্যমে চালু করা যাবে বাইকটির। ইঞ্জিন টাইপ হবে লিকুইড কুলড, ১১৩৩ সি সি এর ইঞ্জিন দেওয়া হবে বাইকটিতে। সর্ব্বোচ্চ টর্ক : ৯৭ এন এম ৫৬০০ আর পি এম, বোর: ৯৯ মিলিমিটার, স্ট্রোক: ৭৩.৬ মিলিমিটার। এছাড়া ৬ টি গিয়ার স্পিড থাকবে উক্ত বাইকটিতে।
পেট্রোল দ্বারা চালনা করা হবে বাইকটির, সামনে এবং পেছনে থাকবে ডিস্ক ব্রেক। এই বাইকটির টিউবলেস টায়ার হবে এবং টায়ারের সাইজ হবে ফ্রন্ট: ১৩০/৯০-১৬, রিয়ার: ১৫০/৮০-১৬। হুইলবেজ সাইজ হবে ফ্রন্ট : ৪০৬.৪ মিলিমিটার, রিয়ার : ৪০৬.৪ মিলিমিটার। এই বাইকটির লেংথ হবে ২৩২৪ মিলিমিটার, হুইলবেজ : ১৫৭৫ মিলিমিটার, হাইট: ১০৬৮ মিলিমিটার, সিট হাইট: ৬৪৯ মিলিমিটার-৬৭৫ মিলিমিটার , গ্রাউন্ড ক্লিয়ারেন্স: ১৪৬ মিলিমিটার, উইডথ : ৯১৬ মিলিমিটার, কার্বের ওজন হবে ২৬৪ কেজি। ফ্রন্ট ব্রেক ডায়ামিটার : ২৯৮ মিলিমিটার, রিয়ার ব্রেক ডায়ামিটার : ২৯৮ মিলিমিটার। পেট্রোলের সাহায্যে চলবে বাইকটির। এই বাইকটির সামনে এবং পেছনের লাইটগুলো হবে এল ই ডি। সর্ব্বোচ্চ ৫ টি গিয়ার রয়েছে এই বাইকটিতে।
ইন্ডিয়ান স্কাউট এবিএস বিএস ৬ বাইকের প্রত্যাশিত মূল্য ১৩.৬০ লক্ষ ভারতীয় রুপি। মিড ভেরিয়েন্টের বাইক অনুযায়ী বেশ ভাল ফিচার দেওয়া হয়েছে এই বাইকটিতে। এছাড়া এই বাইকটিতে দেওয়া হয়েছে ২ বছরের ওয়ারেন্টি এবং ওয়ারেন্টিতে কোন কিলোমিটার এর উল্লেখ করা হয়নি।