দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে টয়োটার নতুন করোলা ক্রস ১৮০০ সিসি হাইব্রিড সিরিজ উন্মোচন করেছে নাভানা লিমিটেড।
ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্প্রতি নতুন মডেলের এই গাড়িটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী পরিস্থিতি বিবেচনায় নিয়ে অগমেন্টেড রিয়ালিটির মাধ্যমে একটি নতুন প্লাটফর্মে স্টাইলিশ “ক্রসভার” মডেলটি উপস্থাপন করেছে গাড়িটির আমদানীকারক প্রতিষ্ঠান৷
অনুষ্ঠানে টয়োটা টুশো এশিয়া প্যাসিফিকের মহাব্যবস্থাপক ইয়াসুহিরো মিউরা সিঙ্গাপুর থেকে অনলাইনের যোগ দিয়ে টয়োটার নতুন “ক্রসওভার” মডেলটি নিয়ে আলোচনা করেছেন।
“টয়োটার করোলা ক্রস, একটি আধুনিক স্টাইলিশ গাড়ি, যা টয়োটার গুণগত মান, স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতাকে প্রকাশ করে।” – বলেন ইয়াসুহিরো মিউরা।
“হাইব্রিড প্রযুক্তি ছাড়াও করোলার নতুন ক্রস মডেলটিতে আছে টয়োটার সবচেয়ে আধুনিক ‘টয়োটা নিউ গ্লোবাল আর্কিটেকচার টেকনোলজি’।”
অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীসহ করোনাভাইরাস মহামারীর সব সম্মুখ যোদ্ধা যারা নিরলসভাবে সেবা দিয়ে সকল কোভিড–১৯ আক্রান্ত রোগীদের পাশে থেকেছেন তাদের প্রতি সম্মান জানানোর কথাও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।