ইয়ামাহা বাইক তার সর্বশেষ সংযোজন নিয়ে আসছে ইয়ামাহা ২০২০ এমটি ০৩ এবিএস। এই বাইকটির লঞ্চ হওয়ার কথা ছিল ২০২০ সালে কিন্তু সবকিছু ঠিকঠাক না থাকায় এটির লঞ্চ হতে চলেছে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে। ইয়ামাহা তার সম্পর্কে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখেনা। অনেক বছর ধরে এই বাইক ব্র্যান্ডটি আমাদের মাঝে সার্ভিস দিয়ে সন্তুষ্ট রেখেছে।
চলুন কথা না বাড়িয়ে আলোচনা করা যাক এই বাইকটির সম্পর্কে।
ইয়ামাহা ২০২০ এমটি ০৩ এবিএস বাইকটির বডি টাইপ হবে স্পোর্টস ন্যাকেড বাইক। স্প্লিট টাইপের সিট হবে উক্ত বাইকটির। এটির স্পিডোমিটার, ট্রিপ মিটার ,কনসো্ল, ওডোমিটার হবে ডিজিটাল। এই বাইকটির সামনের এবং পিছনের ব্রেক হবে ডিস্ক ব্রেক । সেলফ এর মাধ্যমে চালু করতে হবে এই বাইকটির। এছাড়া এই বাইকটির ইঞ্জিন টাইপ হবে লিকুইড কুলড এবং ৩২১ সিসি এর ইঞ্জিন হবে এটির। এমিসন টাইপ হবে বিএস৬। এছাড়া এই বাইকটির সর্ব্বোচ্চ পাওয়ার : ৪১.৪ পিএস@ ১০৭৫০ আর পি এম ।সর্ব্বোচ্চ টর্ক ঃ ২৯.৬ এন এম@ ৯০০০ আর পি এম। বোরঃ ৬৮ মিলিমিটার, স্ট্রোকঃ ৪৪.১ এন এম। ৬ টি গিয়ার থাকবে এই বাইকটিতে । উক্ত বাইকটিতে থাকবে টিউবলেস টায়ার। টায়ার সাইজ হবে ফ্রন্টঃ ১১০/৭০-১৭ এবং রিয়ারঃ ১৪০/৭০-১৭। হুইল সাইজ ফ্রন্টঃ ৪৩১.৮ মিলিমিটার, রিয়ারঃ ৪৩১.৮ মিলিমিটার। তাছাড়া উক্ত বাইকটির সিট হাইট হবে ৭৭৯ মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্সঃ ১৬০ মিলিমিটার, ফ্রন্ট ব্রেক ডায়ামিটারঃ ২৯৮ মিলিমিটার, রিয়ারঃ ২২০ মিলিমিটার এবং বাইকটির ওজন হবে মাত্র ১৬৯ কেজি। হাইটঃ ১০৬৯ মিলিমিটার, উইডথঃ ৭৫৪ মিলিমিটার, লেংথ ২০৯০ মিলিমিটার এবং হুইলবেজ হবেঃ ১৩৮০ মিলিমিটার। পেট্রোল এর মাধ্যমে চলবে উক্ত বাইকটি। এছাড়া এই বাইকটির ফুয়েল ক্যাপাসিটি থাকবে ১৪ লিটার। সিলভার এবং কালো রং এ পাওয়া যাবে এই বাইকটি।
ইয়ামাহা ২০২০ এমটি ০৩ এবিএস এর মূল্যঃ এই বাইকটির প্রত্যাশিত মূল্য ৩ লক্ষ ভারতীয় রুপী যার বাংলাদেশী মূল্য ৩,৪৭,৯৪০ টাকা।