বাজারে আসছে সুপার ডিজাইনের ইলেকট্রিক বাইক এবং সেটি হচ্ছে ইভোলেট হক ই বাইক । এই বাইকটিতে দেওয়া হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি যা যে কারো খুব সহজেই নজর কাড়ে। চলুন কথা না বাড়িয়ে আলোচনা করা যাক এই বাইকটির সম্পর্কে।
ইভোলেট হক ই বাইক বাইকটির মোটর টাইপ হবে বিডিএলসি মোটর। এটির স্পিডোমিটার, ডিজিটাল। এই বাইকটির সামনের ব্রেক হবে হাইড্রুলিক এবং পিছনের ব্রেক হবে ড্রাম ব্রেক । সেলফ এর মাধ্যমে চালু করতে হবে এই বাইকটির। এই বাইকটিতে ১২০-১৫০ কিঃমিঃ রান করা যাবে এবং এর টপ স্পীড হবে ৮০ কিঃমিঃ। এই বাইকটির ব্যাটারী ক্যাপাসিটি হবে ৭২ ভোল্ট /৮০ অ্যাম্পিয়ার। উক্ত বাইকটির ওজন হবে মাত্র ১২৯ কেজি। হাইটঃ ১১৫০ মিলিমিটার, উইডথঃ ৭৬০ মিলিমিটার, লেংথ ১৯৫০ মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫০ মিলিমিটার। কালো-সবুজ, কালো-লাল, লাল এবং নীল রঙ এ পাওয়া যাবে উক্ত বাইকটি।
ইভোলেট হক ই বাইক এর মূল্যঃ
এই বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ১,০০,০০০-১,২৫,০০০ রুপী।