বর্তমানে বাইকের জগতে চলছে এক অনন্য প্রতিযোগীতা। কোন কোম্পানীর থেকে কোন কোম্পানী বেশী ভাল বাইক তৈরি করতে পারে এবং বাজার দখল করতে পারে। ৩০০ এন কে লাইন আপের একটি নতুন বাইক আসছে এবং সেই বাইকটি হতে চলেছে সি এফ মোটো ৩০০ এন কে এস টি ডি। এই বাইকটির অসাধারণ লুকিং এবং উন্নত প্রযুক্তি সকলের নজর কাড়তে সক্ষ্ম। চলতি মাসের ২৫ তারিখে লঞ্চ হতে চলেছে এই বাইকটির। একনজরে দেখে নেওয়া যাক এই বাইকটির স্পেসিফিকেশন।
এই বাইকটির বডি টাইপ হবে স্পোর্টস ন্যাকেড বাইক। সেলফ এর মাধ্যমে চালু করতে হবে এই বাইকটির। স্প্লিট টাইপের সিট হবে এই বাইকটির। উক্ত বাইকটির স্পীডোমিটার, ট্রিপ মিটার, ওডোমিটার, কন্সোল হবে ডিজিটাল। এই বাইকটির ইঞ্জিন টাইপ হবে লিকুইড কুলড, সিঙ্গেল সিলিন্ডার এবং ইঞ্জিনটি হবে ২৯২.৪ সি সি। এমিসন টাইপ হবে বি এস ৬। সর্ব্বোচ্চ পাওয়ার হবে ৩৩.৯৯ পি এস ৮৮০০ আর পি এম, সর্ব্বোচ্চ টর্ক ঃ ২০.৫ এন এম ৭২০০ আর পি এম। স্ট্রোকঃ ৬১.২ মিলিমিটার, বোরঃ ৭৮.০ মিলিমিটার এবুং পেট্রোল এর দ্বারা চলবে এই বাইকটি। এছাড়া এই বাইকটির দেওয়া হয়েছে ৬ টি গিয়ার, সামনে ও পেছনে উভয়েই থাকবে ডিস্ক ব্রেক। সি এফ মোটো ৩০০ এন কে এস টি ডি তে দেওয়া হয়েছে টিউবলেস টায়ার । টায়ার সাইজ হবে ফ্রন্টঃ ১১০/৭০- আর ১৭, রিয়ারঃ ১৪০/৬০- আর ১৭। হুইল সাইজ হবে ফ্রন্টঃ ৪৩১.৮ মিলিমিটার, রিয়ারঃ ৪৩১.৮ মিলিমিটার। উক্ত বাইকটির ওজন হবে মাত্র ১৫১ কেজি। এবং এর লেংথ ঃ ১৯৯০ মিলিমিটার, উইডথঃ ৭৮০ মিলিমিটার, হুইলবেজঃ ১৩৬০ মিলিমিটার, হাইটঃ ১০৭০ মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫০ মিলিমিটার। এই বাইকটির ফুয়েল ক্যাপাসিটি থাকবে ১২.৫ লিটার। এছাড়া এই বাইকটির সাংকেতিক এবং পেছনের লাইট গুলো হবে এল ই ডি।
সি এফ মোটো ৩০০ এন কে এস টি ডি বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ২.১০ লক্ষ রুপী।