নতুন গাড়ি আনল ভক্সওয়াগন। টার্বো এডিশনের পোলো ও ভেন্টো নামে দুইটি ফ্ল্যাগশিপ মডেল নিয়ে হাজির হল এই সংস্থা। নতুন গাড়িতে রয়েছে একাধিক আপডেটেড ইন্টিরিয়র ফিচার ও টিএসআই টেকনোলজি যুক্ত ইঞ্জিন।
গাড়ির ইন্টিরিয়র ও আউটলুক বেশ আকর্ষণীয়। গাড়িতে থাকছে গ্লসি ব্ল্যাক স্পয়লার ও ওআরভিএম ক্যাপস। সিট কভারও বেশ আকর্ষণীয়। মডেল দু’টির নতুন ১৫ ইঞ্চির অ্যালয় হুইল নজর কাড়বে ক্রেতাদের। এগুলোর পাশাপাশি গাড়িতে থাকছে ফ্রন্ট রেয়ার ফগ লাইটস। থাকছে রিমোট সেন্ট্রাল লকিং সিস্টেম, ব্লু-টুথ এনেবল অডিও সিস্টেম, কুলড গ্লাভ বক্স।
রয়েছে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল ও রেয়ার এসি ভেন্টস।
দুইটি ভ্যারিয়েন্টের গাড়ির ইঞ্জিন যথেষ্ট কর্মক্ষম। গাড়িতে থাকছে ১.০-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। এটি টিএসআই অর্থাৎ টার্বোচার্জড স্ট্র্যাটিফায়েড ইঞ্জেকশন টেকনোলজি যুক্ত। যা ৫০০০-৫,৫০০ আরপিএম হারে ১১০ হর্সপাওয়ার ও ১৭৫০-৪০০০ আরপিএম হারে ১৭৫ নিউটন মিটার টর্ক পর্যন্ত ক্ষমতা সরবরাহ করতে পারে। ইঞ্জিনের সঙ্গে থাকছে সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। এক্ষেত্রে সমস্ত কালার অপশনেই পাওয়া যাচ্ছে টার্বো এডিশনের এই পেলো ও ভেন্টো মডেল।