সম্প্রতি গাড়ি নির্মাণ শিল্পে প্রবেশ করেছে হুয়াওয়ে। এখন একই পথে আসতে চাইছে আরেক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। অন্তত সাম্প্রতিক এক প্রতিবেদন সে কথাই বলছে।
আইফেংনিউজের বরাত দিয়ে গিজমো চায়না উল্লেখ করেছে, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেরা গাড়ি তৈরির পরিকল্পনা করেছে, এবং গোটা বিষয়টিকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করছে।
পরিকল্পনার বিস্তারিত এখনও জানা যায়নি। কোন পথে এগোবে শাওমি তা-ও এখনো অনিশ্চিত। সংশ্লিষ্ট সূত্ররা বলছেন, এখনও অনেকটা পথ বাকি, কোনো কিছুই একদম নিশ্চিতভাবে ঠিক করা হয়নি।
পুরো প্রকল্পটির সরাসরি নেতৃত্বে শাওমি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লেই জুন থাকবেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট এক সূত্র। তবে, শাওমি’র পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এর আগে ২০১৩ সালে টেসলা প্রধান ইলন মাস্কের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে দুই বার যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন লেই জুন।
বর্তমানে স্মার্টফোন বাজারে অনেকটাই স্থবিরতা চলে এসেছে। অন্যদিকে, চাহিদা বাড়ছে বিদ্যুত চালিত গাড়ি বাজারের। ফলে শাওমি’র ওই বাজারে যাওয়ার পরিকল্পনাটি অবাক করার মতো কিছু নয়। গিজমো চায়নার প্রতিবেদন বলছে, গাড়ি বাজারে যাওয়ার মতো যথেষ্ট গবেষণা, উন্নয়ন দক্ষতা এবং বৈদ্যুতিক হার্ডওয়্যার বিশেষত্ব রয়েছে শাওমি’র।
এখন পর্যন্ত শাওমি অবশ্য ব্যাপারটি সম্পর্কে নিশ্চিত করেনি।