ডুকাতি বাইক একটি জনপ্রিয়তার প্রতিক। ডুকাতি বাইক গুলো বেশ স্টাইলিশ হয়ে থাকে এবং এতে দেওয়া থাকে অত্যাধুনিক প্রযুক্তি। ডুকাতি বাইক এবার সংযোজন করছে ডুকাতি ২০২১ সুপার স্পোর্ট ৯৫০ এস বি এস ৬ বাইকটি। যার অসাধারণ লুকিং সবার নজর কাড়তে সক্ষম হবে। মার্চ মাসের ২৬ তারিখে লঞ্চ হতে চলেছে এই বাইকটি।
চলুন দেখে নেওয়া যাক এই বাইকটির স্পেসিফিকেশন।
ডুকাতি ২০২১ সুপার স্পোর্ট ৯৫০ এস বি এস ৬ বাইকটির বডি টাইপ হবে স্পোর্টস টুরার বাইক। শেল্ফ এর মাধ্যমে চালু করতে হবে এই বাইকটির। স্প্লিট টাইপের সিট হবে এই বাইকটির। উক্ত বাইকটির স্পীডোমিটার, ট্রিপ মিটার, ওডোমিটার, কন্সোল হবে ডিজিটাল। এই বাইকটির ইঞ্জিনটি হবে ৯৩৭ সি সি। এমিসন টাইপ হবে বি এস ৬। সর্ব্বোচ্চ পাওয়ার হবে ১১০.১ পি এস ৯০০০ আর পি এম, সর্ব্বোচ্চ টর্ক ঃ ৯৩ এন এম ৬৫০০ আর পি এম। স্ট্রোকঃ ৬৭.৫ মিলিমিটার, বোরঃ ৯৪ মিলিমিটার এবং পেট্রোল এর দ্বারা চলবে এই বাইকটি। এছাড়া এই বাইকটির দেওয়া হয়েছে ৬ টি গিয়ার, সামনে ও পেছনে উভয়েই থাকবে ডিস্ক ব্রেক। ডুকাতি ২০২১ সুপার স্পোর্ট ৯৫০ এস বি এস ৬ তে দেওয়া হয়েছে টিউবলেস টায়ার । টায়ার সাইজ হবে ফ্রন্টঃ ১২০/৭০-১৭, রিয়ারঃ ১৮০/৫৫-১৭। হুইল সাইজ হবে ফ্রন্টঃ ৪৩১.৮ মিলিমিটার, রিয়ারঃ ৪৩১.৮ মিলিমিটার। উক্ত বাইকটির ওজন হবে মাত্র ২১০ কেজি। এবং এর লেংথ ঃ ২০৭০ মিলিমিটার, উইডথঃ ৭৫০ মিলিমিটার, হুইলবেজঃ ১৪৭৮ মিলিমিটার, হাইটঃ ১১৮৬ মিলিমিটার, ফ্রন্ট ব্রেক ডায়ামিটার ৩২০ মিলিমিটার এবং রিয়ার ব্রেক ডায়ামিটার হবে ২৪৫ মিলিমিটার। এই বাইকটির ফুয়েল ক্যাপাসিটি থাকবে ১৬ লিটার। এছাড়া এই বাইকটির সাংকেতিক লাইট গুলো হবে এল ই ডি এবং পেছনের লাইট তো থাকবেই।
ডুকাতি ২০২১ সুপার স্পোর্ট ৯৫০ এস বি এস ৬ বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ১৪.০০ লক্ষ রুপী যার বাংলাদেশী মূল্য হবে ১৬,০৮,০৪৭ টাকা।