ইন্ডিয়ান রোডমাস্টার এর বাইকগুলো বেশ ব্যবহুল হয়ে থাকে। ইন্ডিয়ান রোডমাস্টার এবার নতুন বাইক আমাদের মাঝে নিয়ে আসছে এবং সেটি হল ইন্ডিয়ান রোডমাস্টার লিমিটেড। এই বাইকটিকে দানবীয় বলা হচ্ছে কারণ বাইকটির সাইজ এবং ফিচার। এপ্রিল মাসের ৬ তারিখে লঞ্চ করা হবে এই বাইকটির। কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। চলুন দেখে নেওয়া যাক এই বাইকটির স্পেসিফিকেশন।
ইন্ডিয়ান রোডমাস্টার লিমিটেড বাইকটির বডি টাইপ হবে অ্যাডভেঞ্চার টুরার বাইক। শেল্ফ এর মাধ্যমে চালু করতে হবে এই বাইকটির। উক্ত বাইকটির ওডোমিটার, কন্সোল, ট্রিপ মিটার, টেকোমিটার এবং স্পিডোমিটার হবে অ্যানালগ। এই বাইকটির ইঞ্জিন টাইপ হবে থান্ডার স্ট্রোক ১১৬ এবং ইঞ্জিনটি হবে ১৮৯০ সি সি। এমিসন টাইপ হবে বি এস ৬। সর্ব্বোচ্চ সর্ব্বোচ্চ টর্ক ঃ ১৬৮ এন এম ২৮০০ আর পি এম, বোরঃ ১০৩.২ মিলিমিটার, স্ট্রোকঃ ১১৩ মিলিমিটার। পেট্রোল এর দ্বারা চলবে এই বাইকটি। এছাড়া এই বাইকটির দেওয়া হয়েছে ৬ টি গিয়ার, সামনের ব্রেক হবে ডাবল ডিস্ক ও পেছনে থাকবে সিঙ্গেল ডিস্ক ব্রেক। উক্ত বাইকটির দেওয়া হয়েছে টিউবলেস টায়ার যার ফ্রন্ট সাইজ হবে ১৩০/৬০ বি ১৯ এবং রিয়ারঃ ১৮০/৬০ আর ১৬। উক্ত বাইকটির ওজন হবে ৬২৮ কেজি এছাড়া লেংথঃ ২৫৯৩.৩ মিলিমিটার, হাইটঃ ১৪৯০ মিলিমিটার। উইডথঃ ১০০০ মিলিমিটার, এবং হুইলবেজ হবে ১৬৬৮ মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্সঃ ১৪০ মিলিমিটার, ফ্রন্ট ব্রেক ডায়ামিটারঃ ৩০০ মিলিমিটার এবং রিয়ার ব্রেক ডায়ামিটার হবে ৩০০ মিলিমিটার। এছাড়া হুইল সাইজ হবে ফ্রন্টঃ ৪৮২.৬ মিলিমিটার, রিয়ারঃ ৪০৬.৪ মিলিমিটার। এই বাইকটির ফুয়েল ক্যাপাসিটি হবে ২০.৮ লিটার । এছাড়া এই বাইকটির সাংকেতিক লাইট গুলো হবে এল ই ডি । ইন্ডিয়ান রোডমাস্টার লিমিটেড বাইকটি ৭ রকম রঙ এ পাওয়া যাবে।
ইন্ডিয়ান রোডমাস্টার লিমিটেড বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ৪২.৬৫ লক্ষ রুপী। মূল্য বেশি হলেও কিন্তু বাইকটি অসাধারণ হতে চলেছে।