টেসলার নতুন রোডস্টার গাড়ি এক দশমিক এক সেকেন্ডে প্রতি ঘণ্টায় শূন্য থেকে ৬০ মাইল (৯৬.৫ কিমি) গতি তুলতে পারবে। এমনটাই দাবি করছেন কোম্পানিটির সিইও এলন মাস্ক। পপুলার মেশিন ও দ্য ড্রাইভেনস এমন খবর দিয়েছে।
এ বিস্ময়কর গতি এখনকার সব রেকর্ড ভেঙে দেবে। এমনকি সর্বোচ্চ মানের স্পোর্টস কারের গতিকেও হার মানবে এটি। কিন্তু কীভাবে এটি সম্ভব? তা নিয়েই সবার অবাক করা প্রশ্ন।
খবরে বলা হয়, তিনি দ্বিতীয় প্রজন্মের রোডস্টারকে স্পেসএক্সের রকেট থ্রাস্টার দিয়ে সজ্জিত করেছেন। আর তাতেই বাজারে থাকা সব গাড়ির রেকর্ড ভেঙে এমন গতি দেবে রোডস্টার।
লস অ্যাঞ্জেলেসে পিটারসন জাদুঘরে টেসলা রোডস্টারের দুই সপ্তাহব্যাপী প্রদর্শনীতে এ বিস্ময়কর দৃশ্য শনাক্ত করেছেন দর্শনার্থীরা। রকেট থ্রাস্টার শব্দটি সাধারণ মহাকাশ যানের সঙ্গে সম্পৃক্ত। গতিবৃদ্ধি ও উচ্চতা নিয়ন্ত্রণে মহাকাশ যানে এটি ব্যবহার করা হয়।
টেসলার গাড়িটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের শরীর চার থেকে পাঁচগুণ ভারী হয়ে উঠবে। আসনের সঙ্গে শরীরের ওজন ধাক্কা খাবে।
রকেট-সক্ষমতার গাড়ি সচরাচর থাকলেও তা সড়কে চলার অনুমোদন নেই। সাধারণত বিলাসবহুল স্পোর্টস কার হিসেবে এগুলো ব্যবহার হয়ে আসছে।
ইলন মাস্ক বলেন, এটা অবশ্যই নিরাপদ। তবে কেউ আগে থেকে অসুস্থ থাকলে তাদের জন্য এই গাড়ি না। এটি উড়তেও পারবে, যদিও তা স্বল্প সময়ের জন্য।