টিভিএস ভারতের বাজারে ৩১০ সিসির নতুন অ্যাপাচি মডেল আনছে। অ্যাপাচি আরআর মডেলটি ৩০ আগস্ট দেশটির বাজারে ছাড়া হবে।
নতুন রিফাইন ইঞ্জিনে আসবে এই স্পোর্টস বাইক।
নতুন মডেলে থাকছে অ্যাডজাস্টেবল সাসপেনশন। এছাড়াও কিছু ক্ষেত্রে রঙের পরিবর্তন করতে চলেছে কোম্পানি।
বর্তমানে ৩১৩ সিসির সিলিন্ডার দেওয়া রয়েছে টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ মডেলে। বিএমডব্লিউ জি ৩১০ আর ইঞ্জিন শেয়ার করছে এই বাইক। ফলে রিফাইনমেন্টের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয় বাইকারদের। ৯৭০০ আরপিএমে ৩৪ বিএইচপি পাওয়ার দেয় এই ইঞ্জিন। ৭৭০০ আরপিএমে ২৭.৩ এনএম টর্ক দেয় বাইক। যা এক কথায় অনবদ্য।
২০২০ সালে একাধিক নতুন ফিচার দেওয়া হয়েছিল বাইকে। চারটে রাইডিং মোড দেওয়া হয়েছিল বাইকে। আরবান, ট্র্যাক, স্পোর্টস, রেইন এই চার মোডে চালানোর সুবিধা দিচ্ছিল অ্যাপাচে। নতুন টিএফটি স্ক্রিনে দেওয়া হয়েছিল ব্লুটুথ কানেকটিভিটি।
সিক্স স্পিড গিয়ার বক্সের সঙ্গে স্লিপার ক্লাচ দেওয়া হয়েছে এই বাইকে। অটো ব্লগাররা বলছেন, নতুন করে অ্যাপাচের এই বাইক নিয়ে সেরকম আগ্রহ নেই বাইকারদের। একই দামের মধ্যে এখন এসে গেছে একাধিক অপশন। লুকের সঙ্গে সঙ্গে সেখানে রয়েছে বাড়তি ফিচার। যা বাইকারদের কাছে আকর্ষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে।