টিভিএস-এর লেটেস্ট স্কুটার লঞ্চ টিভিএস এনটর্ক ১২৫ এক্সটি। দুই মাস আগেই টিভিএস ভারতের বাজারে লঞ্চ করেছে এই স্কুটারটি। নানান বৈশিষ্ট্য সহ এসেছে স্কুটারটি। এর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে আছে টিএফটি ডিসপ্লেসহ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যা টিভিএস SmartXonnect প্রযুক্তি সমর্থন করে।
ফলে স্কুটারের কনসোলের সঙ্গে ব্লুটুথ দিয়ে স্মার্টফোন যুক্ত করে তাতে ফুড ডেলিভারি অ্যাপে অর্ডারের ট্রাকিংসহ সোশ্যাল মিডিয়া ও আবহাওয়ার আপডেটসহ বিভিন্ন রকম নোটিফিকেশন দেখা যায়।
এছাড়াও এতে লাইভ স্কোর, ভয়েজ অ্যাসিস্ট্যান্ট এবং টার্ন- বাই -টার্ন নেভিগেশনের সুবিধা আছে স্কুটারে সম্পূর্ণ এলইডি লাইট সিস্টেম, ভয়েস কমান্ড সাপোর্ট, ইউএসবি চার্জিং পোর্ট ও বুট এলইডি লাইট দেওয়া রয়েছে।
টিভিএস এনটর্ক ১২৫ এক্সটি-তে ৬০টি নতুন অ্যাডভান্সড ভয়েস অ্যাসিস্ট থাকছে। এই ধরনের ভয়েস অ্যাসিস্ট ফিচার প্রথম এই স্কুটারেই দেওয়া হয়েছে। সহজ করে বললে, স্কুটারের বেশকিছু ফাংশন ভয়েস কমান্ডের মাধ্যমে সরাসরি নিয়ন্ত্রণ করা যাবে। আবার TVS IntelliGO টেকনোলজির সঙ্গে স্টার্ট/স্টপ ফিচারের দেখা মিলবে এতে। এছাড়া স্কুটারটির নতুন হালকা ও স্পোর্টি অ্যালয় হুইল জ্বালানি সাশ্রয় করতে উপযোগী।
কানেক্টেড ফিচারের মধ্যে স্কুটারটি রাইডারকে ফুড ডেলিভারির স্ট্যাটাস দেখার সুবিধা দেবে, যা ভারতীয় কোনো স্কুটারে এই প্রথম। আবার ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকতে অনেকেই অস্বস্তি বোধ করেন। কিন্তু সেই মুশকিল আসান করবে ট্রাফিক টাইম স্লাইডার স্ক্রীন। যাতে চালক সে সময় ক্রিকেট ও ফুটবলের স্কোর, এমনকি কারেন্ট নিউজেও একবার চোখ বুলিয়ে নিতে পারবেন। সে ব্যবস্থাও থাকছে এতে।
নানা ধরনের বৈশিষ্ট্য সমৃদ্ধ এই স্কুটার ১২৪.৮ সিসি থ্রি-ভাল্ভ, রেস টিউন্ড ফুয়েল ইঞ্জেকশন (RT-Fi) ইঞ্জিনটি থেকে ৭,০০০ আরপিএম গতিতে ৬.৯ কিলোওয়াট শক্তি এবং ৫,৫০০ আরপিএম গতিতে ১০.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। ভারতে এক্স-শোরুম দাম ১ লাখ ১ হাজার ৯৮৪ টাকা থেকে দাম শুরু।