সম্প্রতি ভারতের বাজারে প্রথম ইলেকট্রিক বাইক এনেছে বাজাজ। চিতক নামে এই ইলেকট্রিক স্কুটার বিক্রি শুরু হয়েছে। বাইকটি কিনতে শোরুমে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে।
এই স্কুটারে মোট দুইটি রাইডিং মোড পেয়ে যাবেন আপনি। প্রথমটি ইকো ও দ্বিতীয়টি স্পোর্ট মোড। ইকো মোডে একটি সিঙ্গেল চার্জে এই স্কুটারটি ৯৫ কিমির দূরত্ব অতিক্রম করতে সক্ষম ।
অন্যদিকে স্পোর্টস মোডে এই বাইকটি অতিক্রম করবে ৮৫ কিমির দূরত্ব। এই বাইকে আপনি পেয়ে যাবেন তিন কিলোওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি।
এই বাইক থেকে আপনি পাবেন ঘণ্টায় ৭০ কিমির টপ স্পিড। এই ব্যাটারিটি ৭০ হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত এই ব্যাটারিটির আয়ু থাকবে বলেই দাবি করেছে বাজাজ।
সম্পূর্ণ নতুন রূপে দেশের বাজারে হাজির করা হয়েছে এই স্কুটারটি। নতুন এই স্কুটারে আপনি পেয়ে যাবেন এলইডি হেডল্যাম্প ও টেলল্যাম্প। এছাড়াও, রয়েছে এলইডি টার্ন ইন্ডিকেটর। মোট ছয়টি রঙে এই স্কুটারটি কিনতে পারবেন গ্রাহকরা। এর মধ্যে রয়েছে, সাদা, গোলাপি, কালো, হলুদ, লাল ও নীল রঙ।
এই স্কুটারে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, স্কুটার পিছনে দিকে নেওয়ার জন্য রয়েছে রিভার্স অ্যাসিস্ট মোড, রিজেনারেটিভ ব্রেকিং ও ইন্টেলিজেন্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। এছাড়াও, এই স্কুটারের সামনের চাকায় আপনি পেয়ে যাবেন ডিস্ক ব্রেক ও পিছনের চাকার ড্রাম ব্রেকের অপশন পেয়ে যাবেন আপনি। এছাড়াও, দুই চাকাতেই পাবেন কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম।
স্কুটারটির ইলেকট্রিক মোটর চালানোর জন্য বাজাজ ৩ কিলোওয়াটের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়েছে। এই ইলেকট্রিক মোটর থেকে ৪ কিলোওয়াটের পিক পাওয়ার ও ১৬ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।
আপাতত, কেবলমাত্র একটি ভ্যারিয়েন্টেই এই ইলেকট্রিক স্কুটারটি বাজার থেকে কিনতে পারবেন গ্রাহকরা। তবে খুব শিগগিরই আরও একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করা হবে বলেই শোনা যাচ্ছে।
ইলেকট্রিক স্কুটারটির দাম ভারতে ১ লাখ ৫৪ হাজার ১৮৯ রুপি।