বাংলাদেশের কারখানাতে এখন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত হুন্দাই ব্র্যান্ডের গাড়ি তৈরি হচ্ছে। হুন্দাইয়ের টাকসন, ক্রিটা, ওস্টেরিক্স, ভেরনা ও প্যালিসাডির মডেলের গাড়ি তৈরি হচ্ছে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ছয় একর জায়গায় স্থাপিত কারখানায়। আর এই গাড়ি তৈরি করছে বাংলাদেশের নবীন প্রকৌশলীরা। এরইমধ্যে বিক্রির জন্য প্রস্তুত ১০০ গাড়ি।
বৃহস্পতিবার কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
পলক বলেন, এই গাড়ি তৈরি ও যন্ত্রাংশ সংযোজনের মাধ্যমে বিশ্বের কাছে আমরা বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে পারবো। এছাড়াও বাংলাদেশে হুন্দাই কারখানা স্থাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, সক্ষমতা ও ভবিষ্যত সম্ভবনা তুলে ধরা সম্ভব।
ফেয়ার টেকনোলজির পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) মুতাসসিম দায়ান জানান, অত্যাধুনিক প্রযুক্তির কারণে হুন্দাই গাড়ি সারা বিশ্বেই বেশ জনপ্রিয়। তাই বাংলাদেশের গ্রাহকদের জন্য ‘মেইড ইন বাংলাদেশ’ হুন্দাই গাড়ি বাজারে আনা হচ্ছে।
কারখানা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব:), বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত লি জং-কিউন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ এবং ফেয়ার গ্রুপের চেয়্যারম্যান রুহুল আলম আল মাহবুব।
দক্ষিণ কোরিয়ার কোম্পানি হুন্দাই করপোরেশন ও বাংলাদেশের ফেয়ার গ্রুপের প্রতিষ্ঠান ফেয়ার টেকনোলজি যৌথ উদ্যোগে এই কারখানা স্থাপন করেছে।