প্রতিনিয়ত বাড়ছে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার। দুই চাকার বাইক, স্কুটার থেকে শুরু করে চার চাকার গাড়ি পেট্রোল ছেড়ে অনেকেই বৈদ্যুতিক ভার্সনে ঝুঁকছে। বিশেষ করে দুই চাকার, বাইক স্কুটার এখন খুবই জনপ্রিয়। সাধারণত স্কুটারের চাকা দুইটি হলেও অনেক সংস্থার রয়েছে বিশেষ তিন চাকার স্কুটার।
এবার বাজারে এলো তিন চাকার বৈদ্যুতিক স্কুটার। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এমনই এক তিন চাকার স্টাইলিশ স্কুটার লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছে এক্স-ওটো নামের সংস্থাটি। তাদের দাবি, তিন চাকার হলেও ৪৫ ডিগ্রি পর্যন্ত হেলানো যাবে স্কুটারটি।
সব বয়সী গ্রাহকদের কথা মাথায় রেখেই এই স্কুটি ডিজাইন করা হয়েছে। সাধারণ স্কুটারের মতোই এতে রয়েছে ঘণ্টায় রিমুভেবেল ৪.৩কিলোওয়াট ব্যাটারি প্যাক যা ফুল চার্জে ১৪৫ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। সর্বোচ্চ ১৬০ কেজি পর্যন্ত ওজন অনায়াসে বহন করতে পারবে স্কুটারটি।
এতে দেওয়া হয়েছে ৪০০০ ওয়াট রিয়ার হাব মোটর। যা এই ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। বাড়িতেই চার্জ করা যাবে স্কুটারটি। সর্বোচ্চ ৭২ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি। স্কুটারটিতে ফিচার্স হিসেবে রয়েছে এলইডি হেডলাইট, টেল লাইট, ইউএসবি চার্জিং এবং স্টোরেজ। যেখানে জিনিসপত্র বা ব্যাগ রাখতে পারবেন।
এছাড়া জিও-ফেনসিং এবং ব্লুটুথ কানেকশনের মতো স্মার্ট ফিচার্সও রয়েছে স্কুটারে। যারা স্কুটার চালাতে পারেন না বা কম দক্ষ তারাও খুব সহজে এই তিন চাকার স্কুটার চালাতে পারবেন খুব সহজে। আন্তর্জাতিক বাজারে তিন চাকার এই ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে ৭ হাজার ৪৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ ১৫ হাজার টাকা।