‘ইয়ামাহা এরক্স ১৫৫’এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে ‘Honda Vario 160’। ‘হণ্ডা’ সংস্থার যদি আমরা সবথেকে উল্লেখযোগ্য স্পোর্টস স্কুটার দেখি তাহলে তাদের কাছে রয়েছে এই ‘Vario 160’। কিছুদিন আগেই মালয়েশিয়ায় এই স্কুটারের ‘Repson’ ভার্সন লঞ্চ হয়েছে। এতে বেশ কিছু আকর্ষণীয় রঙের কম্বিনেশন যোগ করা হয়েছে।
যেখানে রয়েছে কমলা, সাদা, কালো এবং লাল। এই স্কুটারে দেওয়া হয়েছে এলইডি হেড ল্যাম্প, ডিআরএল, এবং পেছনে স্লিক টেল ডিজাইন। এতে রয়েছে অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, ডিজিটাল কনসোল, ইউএসবি কানেকশন, সম্পূর্ণ এলইডি লাইটিং এবং ১৮ লিটার স্টোরেজ।
যদি আমরা অন্যান্য বৈশিষ্ট্য দেখি তাহলে এতে রয়েছে ১৬০ সিসির ইঞ্জিন, যা ১৫ বিএইচপি শক্তি এবং ১৩.৪ এনএম টর্ক উৎপন্ন করে। এদিক দিয়ে ‘Yamaha Aerox 155’ একই শক্তি উৎপন্ন করলেও বেশি মাত্রায় টর্ক উৎপন্ন করতে সক্ষম। ‘Honda Vario’তে রয়েছে টেলিস্কোপিক ফর্ক, ১৪ ইঞ্চি অ্যালয় হুইল, দুই চাকাতেই ডিস্ক ব্রেক।
সবমিলিয়ে বলতে গেলে এই স্কুটারে দুর্দান্ত স্পোর্টি লুক দেওয়া হয়েছে। তবে এটি ভারতে আসবে কিনা এখনো জানা যায়নি। বর্তমানে এটি শুধু মালয়েশিয়ায় উপলব্ধ রয়েছে, তাও হাতেগোনা সংখ্যায়। দামের দিক দিয়ে দেখতে গেলে এটি শুরু হচ্ছে ২,৩০০ ডলার থেকে।