হুয়াওয়ের সহায়তায় নির্মিত বৈদ্যুতিক গাড়ির ব্র্যান্ড আইটো এম–৭ মডেলের জন্য ৫০ হাজারেরও বেশি অর্ডার পেয়েছে। বিক্রি শুরুর প্রথম ২৫ দিনেই এতো অর্ডার বলে জানিয়েছেন হুয়াওয়ের স্মার্ট কারের সিইও রিচার্ড ইউ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
আইটো গত বছরের জুলাইয়ে সেরেস গ্রুপের সহযোগিতায় তৈরি এম–৭ চালু করেছিল। গাড়ির মডেলটিকে গত মাসে পুনরায় চালু করা হয়। যেখানে পাঁচটি আসনের ব্যবস্থাসহ তুলনামূলক আরও প্রতিযোগিতামূলক দামে গাড়িটিকে বাজারে আনা হয়।
যদিও গাড়িগুলোতে হুয়াওয়ের ব্র্যান্ডিং রয়েছে। তবে কোম্পানিটি জানিয়েছে তারা নিজেরা স্বাধীনভাবে গাড়ি নির্মাণ করে না। বিভিন্ন গাড়ি নির্মাতাদের সহায়তার মাধ্যমে গাড়ি নির্মাণ হয়ে থাকে।
চলতি বছরের প্রথমার্ধে হুয়াওয়ের ইন্টেলিজেন্ট অটোমোটিভ সলিউশন ব্যবসায় ১০০ কোটি ইউয়ান আয় করেছে। কোম্পানিটির মোট ব্যবসায়িক আয় প্রায় ৩১ হাজার ৯০ কোটি ইউয়ান।
গত আগস্টের বিক্রয়ের হিসেবে দেখা গেছে, চীনের শীর্ষ পাঁচটি নতুন নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক গাড়ি নির্মাতাদের মধ্যে আইটো নিজের অবস্থান তৈরি করে নিয়েছে। আগস্টের শেষ দিকে হুয়াওয়ে প্রিমিয়াম মেট ৬০ প্রো স্মার্টফোনটি উন্মোচনের পরে চীনের গ্রাহকদের কাছ থেকে শক্তিশালী সমর্থন পেয়েছে। এমন অর্জন কোম্পানিটির বিরুদ্ধে কয়েক বছর ধরে আমেরিকান প্রযুক্তি নিষেধাজ্ঞার মুখে এক যুগান্তকারী সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।