হুন্দাইয়ের জনপ্রিয় এসইউভি তুসনের দাম কমানো হয়েছে ১০ লাখ টাকা। এর আগে গাড়িটি ৬৪ লাখ টাকায় বিক্রি করা হলেও এখন থেকে তা ৫৩ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হবে। একই সঙ্গে বাড়ানো হয়েছে ওয়ারেন্টির সময়কাল ও ফ্রি সার্ভিসের সীমা। রাজধানীতে গতকাল এক সংবাদ সম্মেলনে ফেয়ার টেকনোলজির ডিরেক্টর ও সিইও মুতাসসিম দায়ান এসব তথ্য জানিয়েছেন।
সিইও বলেন, ‘আমরা বাংলাদেশের বাজারে হুন্দাই তুসনের নতুন দাম নির্ধারণ করেছি ৫৩ লাখ ৫০ হাজার টাকা। বাজারে মুদ্রাস্ফীতির প্রবণতা থাকলেও আমরা তুসনের দাম ১০ লাখ টাকার বেশি কমিয়েছি। এ পদক্ষেপ স্থানীয় উৎপাদনে হুন্দাইয়ের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলনই শুধু নয়; বরং জনপ্রিয় এ এসইউভিটি কিনতে আগ্রহী গ্রাহকের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারেরও বহিঃপ্রকাশ।’
তিনি জানান, ‘তুসনের প্রত্যেক গ্রাহক এক লাখ কিলোমিটার বা পাঁচ বছর পর্যন্ত ওয়ারেন্টি এবং একই সময়ে ১০টি ফ্রি সার্ভিস পাবেন। এছাড়া তিন বছর বা ৪০ হাজার কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত নিশ্চিত বাইব্যাক সুবিধা থাকছে।’
সংবাদ সম্মেলনে ফেয়ার গ্রুপের হেড অব কমিউনিকেশন হাসনাইন খুরশেদ, হেড অব মার্কেটিং জেএম তসলিম কবীর, ফেয়ার টেকনোলজির হেড অব সেলস আবু নাসের মাহমুদ, ম্যানেজার (সেলস অপারেশনস) আতাউর রহমান ও প্রডাক্ট ম্যানেজার রুবাইয়াত উদ্দিন উপস্থিত ছিলেন। ফেয়ার গ্রুপের কোম্পানি ফেয়ার টেকনোলজি লিমিটেড গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক পার্কে গড়ে তুলেছে হুন্দাই ম্যানুফ্যাকচারিং প্লান্ট। ঢাকা ও চট্টগ্রামে কোম্পানিটির সাতটি শোরুম ও তিনটি সার্ভিস সেন্টার রয়েছে। কোম্পানির ডেডিকেটেড কাস্টমার সার্ভিসে কথা বলতে গ্রাহকরা+০৯৬১৩৫০৫০৮০ নম্বরে যোগাযোগ করতে পারবেন।