ফরাসি গাড়ি নির্মাতা সংস্থা রেনল্ট তাদের জনপ্রিয় কিগার মডেলটির বৈদ্যুতিক ভার্সন আনছে বাজারে। স্টাইল এবং প্রযুক্তি দুইই বদলে যাবে এই মডেলে। এছাড়া আগামী কয়েক বছরের মধ্যে বেশ কিছু নতুন মডেলের গাড়ি আনতে চলেছে সংস্থাটি।
নতুন ঘরানার গাড়ি তৈরির পাশাপাশি পুরনো বেশ কিছু মডেলে আমূল বদল আনবে এই সংস্থা। একেবারে নতুন প্রজন্মের গাড়ির মধ্যে ট্রাইবার এবং কিগার এই দুটি মডেলের উপর কাজ করতে শুরু করেছে রেনল্ট। এই দুই মডেলে যুক্ত হবে একটি অভিনব ওভারহাউল।
নতুন প্রজন্মের ট্রাইবার মডেলে ইন্টিরিয়র এবং এক্সটিরিয়র সম্পূর্ণ বদলে যেতে চলেছে। আগামী দুই বছরের মধ্যেই এই আপডেটগুলো সেরে নেবে সংস্থাটি। তার মাধ্যমেই কমপ্যাক্ট এসইউভির দুনিয়ায় পা রাখবে এই সংস্থা।
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে,যে তারা একটি বি প্লাস এসইউভি এবং একটি সি এসইউভি তৈরি করতে চলেছে। এগুলো পুরোটাই নতুন প্রজন্মের ডাস্টার দিয়ে তৈরি হবে। সারাবিশ্ব জুড়ে বেশ কিছুদিন আগে এই তথ্য জানিয়েছিল রেনল্ট কিন্তু আপাতত ভারতের বাজারের জন্য শুধু এর যে সেভেন সিটার ভার্সন তাতে প্রচুর আপডেট করবে এই সংস্থা।